শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৮, ০৫:৪৩ সকাল
আপডেট : ১৬ জুলাই, ২০১৮, ০৫:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়ায় ট্রাক উল্টে নিহত ৪

শ.ম.গফুর, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:  কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও বালুখালীর মাঝামাঝি এলাকায় বাঁশবোঝাই একটি ট্রাক উল্টে ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়ে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৪ জন। নিহতদের মধ্যে ৩ জনই নারী একজন শিশু।

সোমবার (১৬ জুলাই) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় গুরুতর আহত ১৪ জনকে ওই হাসপাতালেই চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার চাই লাও মার্মা।

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটিতে মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলিমদের জন্য বাঁশ নিয়ে যাওয়া হচ্ছিল। কুতুপালং টিভি টাওয়ার ঢাল থেকে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি উল্টে সড়কে থাকা ৬টি ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়ে।

নিহতদের মধ্যে তিন নারী ও এক শিশু রয়েছেন বলেও জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি বলেও জানান তিনি।

পুলিশ কর্মকর্তা টুটুল আরো বলেন, বাঁশবোঝাই ট্রাকটি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুটো অটোরিকশা ও কয়েকটি রিকশার উপর পড়ে। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

উদ্ধার অভিযান প্রসঙ্গে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার চাই লাও মার্মা জানান, খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও দমকল বাহিনী স্থানীয়দের সহযোগিতায় ট্রাকের নিচে চাপা পড়া ১৮ জনকে উদ্ধার করে। পরে তাদের স্থানীয় রেড ক্রিসেন্ট হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তিন নারীসহ ৪ জনকে এখন পর্যন্ত মৃত ঘোষণা করেছেন। লাশগুলো হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরো বেশ কয়েকজন।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়