শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৮, ০৪:৫৫ সকাল
আপডেট : ১৬ জুলাই, ২০১৮, ০৪:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ইন্দিরা গান্ধীর অন্তরালে কূটনীতি পরিচালিত হয়েছিল?’

আশিক রহমান : ইন্দিরা গান্ধীর অন্তরালের কূটনীতি পরিচালিত হয়েছিল ১৬ ডিসেম্বর একাত্তর থেকে ৮ জানুয়ারি বাহাত্তরের মধ্যে? এমন প্রশ্ন রেখে ইতিহাসবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ৯৩ হাজার পাকিস্তানি যুদ্ধবন্দিকে সিমলা চুক্তির পর (২ আগস্ট ১৯৭২) মুক্তি দেওয়া হয়। কাজেই প্রশ্ন উঠে, ইন্দিরা গান্ধীর অন্তরালের ক‚টনীতি পরিচালিত হয়েছিল ১৬ ডিসেম্বর একাত্তর থেকে ৮ জানুয়ারি বাহাত্তর মধ্যে। যদি তাই হয় তাহলে শশাঙ্ক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য গ্রহণ করা যেতে পারে।

তিনি বলেন, ক‚টনীতিবিদ শশাঙ্ক বন্দ্যোপাধ্যায় ‘দ্য ওয়ার’ পত্রিকায় যে লেখাটি লিখেছেন তাতে অজানা তথ্য সম্বলিত বক্তব্য আছে। তবে এটি প্রমাণিত সত্য যে, ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির জন্য যথেষ্ট উদগ্রীব ছিলেন।

তিনি আরও বলেন, শশাঙ্কের লেখায় দেখা যাচ্ছে তিনি এই লক্ষ্যে পর্দার আড়ালে ক‚টনীতির আশ্রয় নিয়েছিলেন। কিন্তু একটি প্রশ্ন থেকে যাচ্ছে; ভুট্টো পাকিস্তানে ফেরার আগেই কবে জানলেন যে তিনি সর্বসময় ক্ষমতার অধিকারী হবেন। এবং বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে পারবেন।
কারণ পাকিস্তানে ফেরার পর ঘটনার আকর্ষিকতায় ভুট্টো প্রেসিডেন্ট হন। তারপর তিনি এই সিদ্ধান্ত দিতে পেরেছিলেন, একইসঙ্গে উল্লেখ্য ইয়াহিয়া খান ক্ষমতা হস্তান্তরের সময় ভুট্টোকে অনুরোধ করেছিলেন যে, বঙ্গবন্ধুর ফাঁসির আদেশ পেছনে তারিখ দিয়ে কার্যকর করাতে। ভুট্টো রাজি হননি। কিন্তু শশাঙ্ক বন্দ্যোপাধ্যায়ের লেখায় যে তথ্য পাওয়া যাচ্ছে তার ভিত্তিতে মনে হয় ইন্দিরা গান্ধীর ক‚টনীতি অনেক পরে পরিচালিত হয়েছে, আর বঙ্গবন্ধুর মুক্তি আগেই হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়