শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৮, ০৪:৫৭ সকাল
আপডেট : ১৬ জুলাই, ২০১৮, ০৪:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাউল-পেনাল্টির সমালোচনায় ক্যাসিয়াস-রিভালদো

স্পোর্টস ডেস্ক: ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের পক্ষে যাওয়া দুটি সিদ্ধান্তে অখুশি ও আপত্তি জানিয়েছেন দুজন সাবেক বিশ্বকাপজয়ী ফুটবলার। ব্রাজিলের রিভালদো ও স্পেনের ক্যাসিয়াসের সঙ্গে সমালোচনার এই তালিকায় যোগ দিয়েছেন লুইস সুয়ারেজও।
ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো লাদিচ ম্যাচ শেষে বলেছেন, ‘পেনাল্টিটাই আমাদের খুন করেছে।’

দালিচের সঙ্গে একমত ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সদস্য রিভালদো। রীতিমতো ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বার্সেলোনার সাবেক তারকা।
ফ্রান্সের প্রথম গোলের আগে অ্যান্থনিও গ্রিজম্যানকে ফাউল করার জন্য ফ্রি-কিক পায় ফ্রান্স। ডি-বক্সের বাইরে বিপজ্জনক জায়গার ওই ফাউল মোটেই ফাউল ছিল না বলে মত রিভালদোর।
শুধু ফাউলই নয়, ইভান পেরিসিচের যে হ্যান্ডবলের জন্য পেনাল্টি দেয়া হয়েছে, সেই সিদ্ধান্তের জন্যে ভিএআর প্রযুক্তিরও সমালোচনা করেছেন রিভালদো।

ইন্সটাগ্রামে তিনি লিখেছেন, ‘ফ্রান্স যে গোলটাতে লিড নিল সেটা দেয়া ঠিক হয়নি। কারণ ওটা ফাউলই ছিল না। বিশ্বকাপ ফাইনালের মতো ম্যাচে রেফারির এমন ভুল করা ঠিক হয়নি। আমার মতে ওটাই ক্রোয়েশিয়াকে শেষ করে দিয়েছে।’

রিভালদোর মতো ভিএআর ও ফাউলের সমালোচনা করেছেন ক্যাসিয়াসও, ‘সত্যি বলতে, ভিএআর ব্যবহারটা আমার ভালো মতো বুঝেই আসছে না। আর গ্রিজম্যানকে ফাউল করার জন্য যে ফ্রি-কিক দেয়া হল এবং তা থেকে গোল হল তখন আসলে কিছুই ঘটেনি।’

ক্যাসিয়াসকে সমর্থন করে উরুগুয়ে ও বার্সেলোনা স্ট্রাইকার সুয়ারেজ বলেছেন, ‘তুমি ঠিকই বলেছ ইকার।’চ্যানেলআই অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়