শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৮, ১০:৩০ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০১৮, ১০:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনী মাঠে নতুন আতঙ্ক ‘বাইক বাহিনী’

ডেস্ক রিপোর্ট : রাজশাহী সিটি নির্বাচনে নগরবাসীর কাছে নতুন আতঙ্ক ‘বাইক বাহিনী’। ভোটের প্রচার শুরু হওয়ার আগেই এ বাহিনীর তৎপরতা ছিল নগরীতে। তবে প্রচার শুরু হওয়ার পর এর তৎপরতা বেড়ে গেছে। বিএনপি ও আওয়ামী লীগ উভয় দলের প্রার্থীর বিরুদ্ধেই এ অভিযোগ। আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে বাইক বাহিনীকে কখনও গভীর রাতে, কখনও ভরদুপুরে ভোটের প্রচারে সক্রিয় দেখা যাচ্ছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলা এবং নির্বাচনী অফিস ভেঙে ফেলাসহ তাদের বিরুদ্ধে নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তবে বিএনপি প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের বিরুদ্ধেও ‘বাইক বাহিনী’ পরিচালনার অভিযোগ রয়েছে। রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার বলেছেন, দিনের বেলায় বিএনপির নেতাকর্মীরা তাদের দলের প্রার্থী প্রচারে না থাকলেও রাতের বেলায় তাদের দলের ‘বাইক বাহিনী’ তৎপর হয়ে উঠে। তারা রাতের আঁধারে আওয়ামী লীগ প্রার্থীর ব্যানার ফেস্টুন ও পোস্টার ছিঁড়ে ফেলছে। আবার তারা নিজেরাই নিজেদের পোস্টার ছিঁড়ে আমাদের ওপর দোষ চাপাচ্ছে। তিনি বলেন, মানুষে ভোটের মাঠে এর কড়া জবাব দেবে।

কথা হয় বিএনপির মেয়র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর সঙ্গে। তিনি যুগান্তরকে বলেন, ‘এই শনিবার রাতেও মহানগরীর কেদুর মোড়, আহম্মেদপুরসহ বিভিন্ন এলাকায় ধানের শীষের ৭টি নির্বাচনী অফিস ও ক্যাম্প ভাংচুর করা হয়েছে। আওয়ামী লীগের মেয়র প্রার্থীর কুখ্যাত ‘বাইক বাহিনীর’ দুর্বৃত্তরা রাতের আঁধারে পুলিশের ছত্রছায়ায় ধানের শীষের ব্যানার, পোস্টার, ফেস্টুন তুলে নিয়ে যাচ্ছে। তারা অফিস ভাংচুর করেই ক্ষ্যান্ত হচ্ছে না, পিকআপে করে আসবাবপত্র ও সরঞ্জামাদিও নিয়ে যাচ্ছে। সচেতন ভোটার হিসেবে পরিচিত নগরীর পদ্মা আবাসিক এলাকার বাসিন্দা ফজলুল হক বলেন, প্রচার শুরুর পর থেকেই বিএনপি ও আওয়ামী লীগ দুইপক্ষই উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে। রাতের বেলা দুই মেয়র প্রার্থীর সমর্থনে বাইক বাহিনী নগরীতে ছোটাছুটি করে বেড়াচ্ছে। এতে নগরবাসীর মাঝে আতঙ্ক তৈরি হচ্ছে। প্রশাসনের উচিত এসব অপতৎপরতা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা।

এ প্রসঙ্গে জানতে চাইলে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও আরএমপির সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম বলেন, কোনোপক্ষই আনুষ্ঠানিকভাবে অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে বিশৃঙ্খলা ও উসকানিমূলক তৎপরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, খুলনা বা গাজীপুর নয়- এটা রাজশাহী। এখানকার মানুষের সঙ্গে বিএনপির সম্পর্ক আত্মিক। দুই সিটিতে যেভাবে ভোট ডাকাতি করে সরকার নিজেদের প্রার্থীকে জিতিয়েছে, তা রাজশাহীতে করতে দেয়া হবে না। পুলিশের দমন-পীড়নে বিএনপির নেতাকর্মীরা মাঠ ছেড়ে যাবে না। প্রশাসনকে মনে রাখতে হবে যে, রাজশাহী হচ্ছে জাতীয়তাবাদীদের শক্ত ঘাঁটি।

নৌকার প্রার্থীর ‘বাইক বাহিনী’ ও বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে বিএনপির অভিযোগ নিয়ে জানতে চাইলে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লেমন যুগান্তরকে বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তারা নানা উসকানিমূলক বক্তব্য দিয়ে ও বিতর্কিত কাজ করে ভোটের পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছে। তার দাবি, শনিবার রাতে নগরীর আহম্মেদপুর এলাকার খাদেমুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের সামনে একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পোস্টার, ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলে রেখে যায়। এছাড়া দোসর মণ্ডলের মোড়সহ আরও তিনটি স্থানে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী অফিস তছনছ করেছে বিএনপির দুর্বৃত্তরা। বিএনপির প্রার্থী নিশ্চিত পরাজয় জেনে নির্বাচনী মাঠে উত্তেজনা সৃষ্টির লক্ষ্যে উসকানিমূলক তৎপরতায় লিপ্ত রয়েছে। সুষ্ঠু নির্বাচনী পরিবেশের স্বার্থে আমরা অনেক অভিযোগ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে করছি না। আমাদের মেয়র প্রার্থী লিটন সবাইকে উসকানির মুখেও শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
সূত্র : যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়