শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৮, ০৭:৫৪ সকাল
আপডেট : ১৬ জুলাই, ২০১৮, ০৭:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মানুষের জন্যই নেতা হতে ইচ্ছে করে’

‘একজীবন’ খ্যাত জনপ্রিয় কন্ঠশিল্পী শহীদ। ব্যবসার পাশাপাশি গানের মাধ্যমে পেয়েছেন পরিচিতি। ২০০২ সালের ১২ ডিসেম্বর এই শিল্পী তার সংগীতপ্রেমী কয়েকজন বন্ধুকে নিয়ে ‘দূরবীন’ ব্যান্ড গঠন করেন। ব্যান্ড দল গড়ে তোলার আগে ১৯৯৯ সালে তিনি ব্যবসার সাথে সম্পৃক্ত হন। বর্তমানে শহীদ ব্যবসার পাশাপাশি গান নিয়েও ব্যস্ত সময় পার করছেন। এ পর্যন্ত তিনি তার ব্যান্ড দল থেকে পাঁচটি একক অ্যালবাম ও দুইটি মিশ্র অ্যালবাম বের করেছেন। সম্প্রতি বর্তমান ব্যস্ততা, কৈশোর জীবন, গানের ভূবনে আবির্ভাব, ব্যক্তি জীবনসহ নানা বিষয় নিয়ে কথা বলেন আমাদের সময় ডট কমের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন মহিব্বুল হাসান।

আপনার ছোটবেলা সম্পর্কে জানতে চাই’..
প্রথমে বলে নেই আমি গ্রামের ছেলে। চট্রগ্রামের কালুরঘাট মোহড়াতে আমার শৈশব কেটেছে। আমার পড়াশুনা, শৈশবের স্মৃতি সবকিছু আমার সেখানে। আরবি শিক্ষার মাধ্যমে আমার পড়াশুনা শুরু হয়। এরপর প্রাইমারি স্কুলে পড়াশুনা ও উচ্চ বিদ্যালয় তারপর চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্রগ্রামে পড়াশুনা করা হয়নি দূরন্তপনার কারণে দুরন্তপনাাটা আট-দশটা গ্রামের ছেলের মতই ছিল। পড়াশোনার জন্য স্কুলে যেতাম না। কিন্তু স্কুলে গিয়ে খেলাধুলা করতাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আবার দেখা যেত কোনও কোনও দিন বন্ধুদের নিয়ে সুপারী গাছে ওঠা, নিয়ে নদীর চড়ে সমাস চুরি করা, নদীতে গোসল করা ইত্যাদি ছিল।

শুরুটা কিভাবে আপনার?
ছোটবেলা এমন কোনও ইচ্ছা ছিল না। তবে আমাদের গ্রামে হিন্দু সম্প্রদায় বেশি হওয়াতে সারাদিন গান বাজতো পুরনো দিনের। মান্না দে, কিশোর কুমার এদের গানগুলো পূজার সময় বেশি বাজাতো মাইকে। শুনতে শুনতে প্রায় ত্রিশ-চল্লিশটা গান আমার মুখস্থ হয়েছিল। গান শুনতাম কিন্তু শিল্পীদের নাম জানতাম না। যখন পুকুরে নদীতে গোসল করতে যেতাম সেখানে গিয়ে সবাই মিলে গানই করতাম। সেখান থেকে গানের সুর চলে আসে। এরপর স্কুলের একটা প্রতিযোগিতায় নাম লেখালে বিজয়ী হই। এভাবেই আমার গানের জগতে প্রবেশ করা।

ব্যান্ড সঙ্গীতে আসার কারণ কী ?
আমি ক্লাস সেভেন এ থাকা অবস্থায় সোলস এর প্রাক্টিস দেখতাম। সোলস এর তপন দা,নকীব ভাই, বিশ্বজিত দা, বাচ্চু ভাইদের প্রাক্টিস আমি প্রতিদিন দেখতাম। তাদের গান রিলিজ হওয়ার আগে আমি শুনতাম এমনকি সেই গানগুলো আমার মুখস্থ হয়ে যেত। এই গানগুলো শুনতে শুনতে আমার ব্যান্ড সঙ্গীতের প্রতি ভালোবাসা তৈরি।

কোরবানি ঈদে কী কোনও গান রিলিজ হচ্ছে?
কোরবানি ঈদে কাজী শুভর সুর ও সঙ্গীতে একটি গানের মিউজিক ভিডিও আসছে।  পাশাপাশি রেডি আছে আরও দুটি গান।হয়তো সেগুলাও রিলিজ হবে। আগামী ডিসেম্বরে দূরবীনের ১৫ বছর পূর্তি উপলক্ষে আরও চারটি গান রিলিজ দেবো এ বছর।

ব্যবসা নাকি সংগীতজীবন, আপনি কোন বিষয়ে ফোকাস করেন?
আমি ব্যবসা নিয়ে ব্যস্ত রয়েছি। পাশাপাশি গানও গেয়ে যাচ্ছি। গানটাকে প্রফেশনালভাবে না নিলেও বছরে আমি চার থেকে পাঁচটা গান বের করব। তবে আমি নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে এগিয়ে রাখি।

নিজের ভেতর নেতা হওয়ার প্রবণতা নিশ্চয়ই কাজ করে? সেটা কতটুক?
এটা একদম সত্যি। তবে রাজনৈতিক কোনও দলের না। মানুষের জন্যই এই প্রবণতা আমার ভেতরে কাজ করে। একজন মানুষের বিপদে সাহায্য করার মত পূণ্য আর নেই।

প্রায়ই আপনাকে কম বয়সীদের সাথে আড্ডা দিতে দেখা যায়, কিন্তু কেন?
আমি ছোটদের সাথে আড্ডা দিতেই বেশী পছন্দ করি। কেননা ছোটদের কাছ থেকে অনেক কিছু শেখা যায়। ছোটরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে এবং তারা অনেক তথ্য মুহুর্তেই দিতে পারে। এজন্য আমি তাদের সাথে আড্ডা দিতে পছন্দ করি।

আপনার হাতে সবসময় সিগারেটের প্যাকেট থাকে।  এর কারণ কী?
আসলে আমার হাতে সিগারেট থাকে-এটা সত্যি। কিন্তু তা মুখে যায় না। কারণ সন্ধ্যার পর আড্ডা দিতে গেলে যে ক’টা সিগারেট থাকে, তা বন্ধুদের দিতেই শেষ হয়ে যায়। দিন শেষে দেখা যায় দুই একটা সিগারেট আমি খাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়