শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৮, ০২:৪৩ রাত
আপডেট : ১৬ জুলাই, ২০১৮, ০২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রলীগের নামে অন্য কেউ হামলা করতে পারে: কাদের

আহমেদ জাফর: কোটা সংস্কার আন্দোলনে সাধারণ ছাত্রছাত্রীদের উপর ছাত্রলীগ হামলা করছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগের এখন কোন কমিটি নেই, ছাত্রলীগের নাম ধরে অন্য কেউ হামলা করেছে কিনা তা দেখতে হবে।

রবিবার (১৫ জুলাই) ধানমন্ডি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর যা বলেন তা করেন। এজন্য সবাইকে ধৈর্য ধরতে হবে। কোটা সংস্কার করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কোটা সংস্কারের কাজ দ্রæত গতিতে এগিয়ে যাচ্ছে।

বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, রাজনীতি করলে সাহস থাকতে হয়। বিএনপি সাহস দেখাতে না, পেরে নিজেরাই নিজেদের মাইনাস করেছে। ৭ ধারা বাদ দিয়ে বিএনপি এখন রাতের কো হয়েছে। বিএনপির' নেতিবাচক রাজনীতির কারণে আত্মস্বীকৃতি উম্মাত দেউলিয়া হয়েছে হয়ে গেছে।

আগামী একাদশ জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী হবে কোন নেত্রীর জন্য বন্ধ থাকবে না। অন্যান্য গণতন্ত্র দেশে যেভাবে নির্বাচন হয় আমাদের দেশে সেভাবেই নির্বাচন হবে।

পুলিশ সাধারণ ছাত্রদের গ্রেপ্তার করেছে এ বিষয়ে তিনি বলেন ঢাবি ভিসির বাড়িতে যারা হামলা করেছে তাদের নামে মামলা আছে পুলিশ তাদের কে গ্রেফতার করেছে, এ বিষয়ে আমি কমিশনের সাথে কথা বলে জানতে পেরেছি।

আওয়ামী লীগের এক মাসে তিনটি বর্ধিত হয়েছে এটা আওয়ামী লীগের ইতিহাসে এক অনন্য সাফল্য। জাতীয় নির্বাচনের আগে তিন সিটি কর্পোরেশন নির্বাচন হবে ৩০ জুলাই। নির্বাচন কমিশন খুবই ভালো কাজ করে যাচ্ছে। নির্বাচন গুলোতে নির্বাচন কমিশনারকে সরকারি দল সকল ধরনের সহযোগিতা করেছে।

নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনী প্রচারণা চলবে তবে আচরণ বিধি যেন লংঘন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে । এক এলাকায় থেকে অন্য এলাকায় নির্বাচনী প্রচারণা করতে গেলে কোন মতেই যেন এলাকায় কোন লোক বিরক্ত না হয় এজন্য আচার বিধি মেনে চলতে হবে।

আগামী ২১জুলাই প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা দেওয়া হবে। সংবর্ধনা সফল করার জন্য ঢাকা জেলার আশেপাশে জেলা গুলো এবং সারা বাংলাদেশের নেতাকর্মীরা আসবে । এ জন্য অনুষ্ঠানের ২৫ হাজার লোক ধরে এরকম একটি প্যানেল করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড : হাছান মাহমুদ, ত্রাণ ও কল্যাণ সম্পাদক সুজিত নন্দী রায়, কৃষি সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-প্রচার আমিনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য এসএম কামাল হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়