শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৮, ০২:২৩ রাত
আপডেট : ১৬ জুলাই, ২০১৮, ০২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লুটপাট করে দেশের উন্নয়ন করা সম্ভব নয়

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি : ক্ষমতায় থাকলে অনেকে অনেক কিছুই বলে। এখন জোর করে ক্ষমতায় আছে, তাই জোর করেই অনেক কথা বলে বর্তমান সরকার। তারা দশ বছর জোর পূর্বক ক্ষমতায় আছে। ওয়ান ইলেভেন সরকারের সাথে তাদের সম্পর্কের কথাও মানুষ জানে। আন্দোলনের ফসল হিসেবে ওয়ান ইলেভেন সরকার ক্ষমতায় এবং আজকের নির্বাচন । এখন এই যে তাদের দীর্ঘদিনের ক্ষমতায় থেকে কি পরিমাণের লুটপাট করেছে এবং বর্তমানে করছে, তার হিসেব করে শেষ করা যাচ্ছে না। বাংলাদেশের হাজার কোটি টাকা অন্য দেশে পাচারের বিষয়টি আমাদের সামনে দৃশ্যমান। এমন লুটপাট করে ২/৪ টা বড় ব্রিজ করে দেশের উন্নয়ন হয় না। তাদের আশা তারা আবার ক্ষমতায় আসবে এবং সুষ্ঠু নির্বাচন হলে জনগণ তাদের ক্ষমতায় আনবে বলে আমার সন্দেহ হয়।

কারণ, জনগণের চিন্তা ভাবনা আওয়মী লীগের বিরুদ্ধে। তার কারণ বর্তমান সরকারের লুটপাট, অত্যাচার, জুলুম, নির্যাতনে জনগণ তাদের উপর অসন্তষ্ট এবং জনগণ থেকে তারা বিচ্ছিন্ন। আমরা দেখতে পেয়েছি, যেখানে সিটি কর্পরেশনের সকল নির্বাচন সহ সকল নির্বাচনে। আমরা দেখেছি ভোটাররা ভোটকেন্দ্রে আসতেই পারেনি কিন্তু তারা ভোটের ফলাফল দেখাচ্ছে অস্বাভাবিকভাবে। বেশ কিছু কেন্দ্রে ৯০% ভোট কাস্ট হয়েছে।  এখানে এমনও ভোটারের ভোট দেওয়া হয়েছে যারা মৃত। এবং ক্লাস ফাইভের ছেলেরাও ভোট দিয়েছে। এগুলো দেশের সকল মিডিয়ায় প্রমাণ সহ এসেছে। সরকার যে দাম্ভিকতা দেখাচ্ছে, তার ফল ভালো হবে না। তারা জনগণের কাতারে আসুক।

এ কাতারে গিয়ে তারা নির্বাচন করুক, সেই নির্বাচনে তার জয়যুক্ত হলে, তার পরে সরকারী দল এবং বিরোধী দলের মধ্যে আলোচনার মাধ্যমে দেশের উন্নয়ন করা যায়। কিন্তু লুটপাট করে দেশের উন্নয়ন করা সম্ভব নয়। এতো বছর ক্ষমতায় থেকে কিছু করতে পারলো না আবার ক্ষমতায় আসলে কিভাবে তারা গ্রামকে শহরে পরিণত করবে? আমরা গ্রামে থাকি, গ্রামে নির্বাচন করি, আমরা দেখি গ্রামের কেমন উন্নয়ন হয়েছে। আমরা যে রাস্তা করে এসেছি তারও এখন পর্যন্ত মেরামত করা হয়নি, তারা কি করে গ্রামকে শহরে পরিণত করবে?

আবার ক্ষমতায় আসবে, জনগণের সম্মুখে কথা বললো আর তার বাস্তবায়ন হয়ে গেলো, তা কি করে হয়? তারা অতীতেও বলেছে যে, ঘরে ঘরে চাকরি দিবে। তাদের এই কথার বাস্তবতা কিছুই দেখা যায় নাই। দেশে এতো বিদ্যুৎ উৎপাদন হয়, সেই বিদ্যুৎ কোথায় যায়? এখনো গ্রামে লোড শেডিং হয়। এতে তাদের নিজেদের দলের লোকেরাই বেশি লাভবান হয়েছে, তাদের পকেট ভরেছে, জনগণের কিছুই হয় নাই। এটি লুটপাটের দল, আমরা এই লুটপাটের দলকে প্রতিহত করাবো, জনগণকে সাথে নিয়ে এবং আমরা আমাদের নেত্রীকে কারাগার থেকে মুক্ত করবই। ইনশা আল্লাহ।

পরিচিতি : কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য, বিএনপি / মতামত গ্রহণ : তাওসিফ মাইমুন/সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়