শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৮, ০১:৫৮ রাত
আপডেট : ১৬ জুলাই, ২০১৮, ০১:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুরস্কের এস-৪০০ ক্রয়ের সিদ্ধান্ত ন্যাটোর জন্য ঝুঁকি: মার্কিন জেনারেল

লিহান লিমা: তুরস্কের রুশ এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের সিদ্ধান্ত ন্যাটোকে ঝুঁকির মুখে ফেলবে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের এয়ার ফোর্স জেনারেল ও ন্যাটোর এয়ার কমান্ডার টোড ওয়াল্টার। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে তিনি বলেন, বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক কেননা, এর সঙ্গে ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থার গোপনীয়তার শঙ্কা জড়িয়ে আছে।

ওয়াল্টার বলেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটো রাশিয়া-নির্মিত প্রতিরক্ষা ব্যবস্থার প্রবেশ ঠেকাতে চায় যেন দেশটি কোনভাবেই লকহিড মার্টিন এফ-৩৫ ফাইটার জেটের তথ্য জানতে না পারে। এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থার কতটা কাছাকাটি এফ-৩৫ থাকবে এবং এটিকে কিভাবে পরিচালনা করা হবে তা নিয়ে ন্যাটো সদস্যরা উদ্বিগ্ন। এর ফলে ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা জেনে ফেলার সম্ভাবনা আছে যা ন্যাটোর জন্য নিরাপত্তা হুমকি।

এই বছরের শেষ পর্যন্ত নরওয়ে, বৃটেন ও ইতালি ৪০টি এফ-৩৫ পাবে এবং ২০১৯ সালে নেদারল্যান্ডকেও ২৪টি দেওয়া হবে। তবে, তুরস্কের এস-৪০০ কেনার সিদ্ধান্ত ওয়াশিংটনের কপালে ভাঁজ ফেলেছে। মার্কিন আইনপ্রণেতারা এখন তুরস্কের কাছে এফ-৩৫ সরবরাহ করা বন্ধ করতে চাইছেন। মার্কিন কর্তৃপক্ষ জানায়, এফ-৩৫ কেনার সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ এবং যদি আঙ্কারা তুরস্ক ন্যাটোর কৌশলগত মিত্র কিন্তু যদি এটি এস-৪০০ কেনে তারা নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে। গত মাসে টেক্সাসে প্রথম এফ-৩৫ জেট গ্রহণ করে আঙ্কারা কিন্তু প্রশিক্ষণের জন্য এটি এখনো যুক্তরাষ্ট্রেই আছে। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়