শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৮, ০২:০৩ রাত
আপডেট : ১৬ জুলাই, ২০১৮, ০২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জমির অভাবে থমকে গেছে প্রতিটি জেলায় আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের উদ্যোগ

আসাদুজ্জামান সম্রাট: দেশের প্রতিটি জেলায় একটি করে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের উদ্যোগ নেয়া হলেও জমির সংস্থান না হওয়ায় তা থমকে গেছে। জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী জমি সংস্থানের বিষয়ে আসন্ন জেলা প্রশাসক সম্মেলনে উপস্থাপনের পরামর্শ দিয়েছে।

রোববার সংসদীয় কমিটির বৈঠকে সিলেট হাইটেক পার্ক সম্পর্কে জানাতে এবং বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে লন্ডন ও নিউইয়র্কে এবং সিলেট চেম্বার অব কমার্সকে নিয়ে আলাদা আলাদা সেমিনার না করায় ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। কমিটির প্রায় দুই মাস আগে এই সব সেমিনার করার উদ্যোগ নেয়ার সুপারিশ করলেও এখন পর্যন্ত তা কার্যকর হয়নি।

কমিটির সভাপতি ইমরান আহমদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, হোসনে আরা লুৎফা ডালিয়া এবং বিশেষ আমন্ত্রণে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে কমিটির সভাপতি ইমরান আহমদ বলেন, সিলেট হাইটেক পার্কের কার্যক্রম সম্পর্কে উদ্যোক্তাদের বিশেষ করে সিলেটের উদ্যোক্তাদের অবহিত ও প্রবাসীদের দেশে বিনিয়োগ উৎসাহিত করতে জরুরি ভিত্তিতে লন্ডন, নিউইয়র্কে এবং সিলেটে সেমিনার করার সুপারিশ করা হয়েছিল। দুই মাস এই সেমিনার করার সুপারিশ করলেও এখনও তা বাস্তবায়ন হয়নি। এজন্য সংসদীয় কমিটি ক্ষোভ প্রকাশ করেছে। সিলেট হাইটেক পার্ক প্রকল্পের প্রকল্প পরিচালককে জিজ্ঞেস করা হয়েছে। তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

জানা যায়, কমিটি সিলেট হাইটেক পার্ক প্রকল্পের কাজ অবশ্যই মানসম্মত এবং দ্রুততার সহিত নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুপারিশ করে। বৈঠকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব, হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক, সিলেট হাইটেক পার্ক প্রকল্পের প্রকল্প পরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্দ্ধতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়