শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৮, ০১:৩৪ রাত
আপডেট : ১৬ জুলাই, ২০১৮, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার ইমরান খানের বিরুদ্ধে ন্যাবের নোটিশ

সাইদুর রহমান : এবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খানের বিরুদ্ধে নোটিস পাঠিয়েছে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (ন্যাব)। অভিযোগ, খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিজের দলের সরকার থাকার সুযোগ নিয়ে বহু বার সরকারি হেলিকপ্টার ব্যবহার করেছেন তিনি। গত সাড়ে চার বছরে তাতে শুধু জ্বালানি খরচই লেগেছে ২ কোটি ১০ লক্ষ টাকা। সরকারের যুক্তি, প্রত্যেক উড়ানেই ইমরানের সঙ্গে ছিলেন একাধিক মন্ত্রী।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, অসামরিক সরকারকে নড়বড়ে করে রাখতে ন্যাব-এর আড়ালে পাক সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই কলকাঠি নাড়ে বলে অভিযোগ বহু দিনের। বিশেষজ্ঞদের মতে, শাস্তির ভয়ে রাজনৈতিক নেতারা বিদেশে থাকলে যে তাঁদের দলগুলি ছন্নছাড়া হয়ে পড়ে, তা ভালই জানে পাক সেনা। এবং সেনাকে সেই ফায়দাটা তুলতে দিতে চান না বলেই রাজনৈতিক জীবন বাজি রেখে দেশে ফিরেছেন শরিফ। তাঁর শহিদ হওয়ার চাল যে কাজে দিয়েছে, পঞ্জাব জুড়ে জনতা-পুলিশ সংঘর্ষই তার প্রমাণ।

এরআগে পানামা নথির সূত্রে শরিফদের বিরুদ্ধে লন্ডনের পার্ক লেনে বেআইনি ভাবে চারটি ফ্ল্যাট কেনার অভিযোগ ওঠে। সেই মামলায় দোষী সাব্যস্ত করে নওয়াজকে দশ এবং মরিয়মকে সাত বছরের কারাদ- দিয়েছে বিশেষ আদালত।

এছাড়া মামলায় জড়িয়ে পড়েছেন পিএমএল(এন) প্রধান শাহবাজ শরিফ, প্রাক্তন প্রধানমন্ত্রী শাহিদ খকন আব্বাসি-সহ দলের অন্তত ১৫০০ নেতা-কর্মী। গত কাল পঞ্জাব প্রদেশের বিভিন্ন প্রান্তে পুলিশ ও রেঞ্জার্স বাহিনীর সঙ্গে পিএমএল(এন) সমর্থকদের খ-যুদ্ধ বাধে। ২০ জন পুলিশ-সহ অন্তত ৫০ জন আহত হন। তার পরেই সন্ত্রাসদমন আইন, সরকারি সম্পত্তি নষ্ট-সহ বিভিন্ন ধারায় অভিযুক্ত করা হয় ওই ১৫০০ জনকে। শাহবাজরে বিরুদ্ধে অভিযোগ ১৪৪ ধারা লঙ্ঘনের।

শনিবার নওয়াজ-মরিয়মকে স্বাগত জানাতে লাহৌর বিমানবন্দরের দিকে এগোচ্ছিল শাহবাজরে মিছিল। বিমানবন্দরের কিলোমিটার পাঁচেক আগেই বাধে সংঘর্ষ। পিএমএল(এন)-এর অভিযোগ, তাদের নেতাদের ভোটে লড়া বন্ধ করতে চাচ্ছে প্রশাসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়