শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৮, ০১:২৩ রাত
আপডেট : ১৬ জুলাই, ২০১৮, ০১:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিছিলে পুলিশি বাধা গণতান্ত্রিক অধিকারকে সরকার চরমভাবে খর্ব করেছে : ছাত্র জোট

রফিক আহমেদ : প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা বলেছেন, শান্তিপূর্ণ মিছিলে পুলিশি বাধা গণতান্ত্রিক অধিকারকে সরকার চরমভাবে খর্ব করেছে। তিনি শহীদ মিনারে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার নিন্দা জানান এবং হামলাকারীদের বিচারের দাবি করেন।

রোববার বেলা সাড়ে ১২টায় মধুর ক্যান্টিন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাওয়ার সময় শাহবাগে পুলিশি বাধার মুখে ঘটনাস্থলেই ছাত্র জোটের সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক বলেন- কোটা বাতিল নয়, কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের প্রজ্ঞাপন জারিসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদানের জন্য মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাওয়ার সময় শাহবাগে দুই দফা পুলিশি বাধার সম্মুখীন হয়। পুলিশি বাধার মুখে ঘটনাস্থলেই সমাবেশ করে।

সমাবেশ শেষে ছাত্র জোটের সমন্বয়ক গোলাম মোস্তফার নেতৃত্বে ছাত্র জোটের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।

প্রতিনিধি দলের অন্যান্যরা হলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সভাপতি জিএম জিলানী শুভ, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবীর, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাংগঠনিক সম্পাাদক মাসুদ রানা, ছাত্র ঐক্য ফোরামের যুগ্ম আহ্বায়ক সরকার আল ইমরান ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের অর্থ সম্পাদক রুখশানা আফরোজ আশা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়