শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৮, ০১:১৫ রাত
আপডেট : ১৬ জুলাই, ২০১৮, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০১৮ সালের প্রথম ৬ মাসে আফগানিস্তানে বেসামরিক মানুষ মৃত্যুর রেকর্ড

ইফ্ফাত আরা: আফগানিস্তানে গত বছরের বেসামরিক মানুষের মৃত্যুর তুলনায় এ বছরের প্রথম ৬ মাসে বেসামরিক মানুষের মৃত্যুর হার বেড়েছে ১ শতাংশ। রোববার জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্যটি প্রকাশিত হয়।

আফগানিস্তানের জাতিসংঘের প্রতিবেদনটি জানায় গত ছয় মাসে সংঘর্ষে নিহতের সংখ্যা ১,৬৯২। ২০০৯ সালের পর থেকে গত ৬ মাসে এটি সর্বোচ্চ বেসামরিক মানুষ হত্যার রেকর্ড বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করে। এছাড়া গত জানুযারি থেতে জুন পর্যন্ত ৩,৪৩০ জন আহত হন। সর্বমোট ৫,১২২ জন বেসামরিক মানুষের আহত ও নিহতের সংখ্যা দাঁড়িয়েছে যা ২০১৭ সালের প্রথম ৬ মাসের হতাহতের সংখ্যা থেকে ৩ শতাংশ বেশি।

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি থেকে জুন পর্যন্ত ১৫৭ জন নারী নিহত ও আহত হন ৩৮৭ জন। এছাড়া ১,৩৫৫টি শিশুর হতাহতের ঘটনা ঘটে গত ছয় মাসে। এর মধ্যে ৩৬৯ জন নিহত হয় ও আহত হয় ৯৯২। জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান ড্যানিয়েল বেল বলেন, আফগান ছেলে-মেয়ে হত্যাকান্ড, যৌন নির্যাতন, অপহরণসহ সকল কিছুই নথিভূক্ত করা হচ্ছে। এই সংঘর্ষে, আন্দোলনে শিশুদের শিক্ষা,স্বাস্থ্য সচেনতাসহ স্বাধীনতা, পরিবার সকল কিছই হারিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, প্রতিবেদনটিতে হতাহতের এই সকল কর্মকান্ডের জন্য ৪০ শতাংশ দায়ী করা হয়েছে তালেবানকে। বাকি সকল কিছুর জন্য সরকার বিরোধীদের দ্বারা হয়েছে বলে উল্লেখ করা হয়। সিএনবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়