শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৮, ০১:১৭ রাত
আপডেট : ১৬ জুলাই, ২০১৮, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্ক শেয়ার কেলেঙ্কারীতে পরিচালক সালমা কারাগারে

ফয়সাল মেহেদী: বহুল আলোচিত মার্ক বাংলাদেশ শিল্প অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানির শেয়ার কেলেঙ্কারী মামলার সাজাপ্রাপ্ত পরিচালক সালমা আক্তারকে কারাগারে পাঠানো হয়েছে। ১৫ জুলাই, রোববার শেয়ারবাজার সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনালে আত্মসমর্পন করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

আলোচ্য দিনে সালমা আক্তার আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করেন। তবে ট্রাইব্যুনালের বিচারক আকবর আলী শেখ সেই আবেদন না-মঞ্জুর করে তাকে কাশিমপুর কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এসময় ট্রাইব্যুনালে আসামি পক্ষের আইনজীবী ব্যারিষ্টার ফারহানা রেজা, ব্যারিষ্টার রাবেয়া ভূইয়া, অ্যাডভোকেট সৈয়দ মেজবাউর রহমান এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. মাসুদ রানা খান উপস্থিত ছিলেন।

এর আগে চলতি বছরের ২৪ জুন এই মামলায় মার্ক বাংলাদেশ শিল্প অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ইমাম মুলকুতুর রহমান, ভাইস-চেয়ারম্যান আব্দুল হাই ও পরিচালক সালমা আক্তারকে ৫০ লাখ টাকা করে মোট ২ কোটি টাকা জরিমানা এবং কোম্পানি বাদে ব্যাক্তি আসামীদের ৫ বছর করে কারাদন্ডের রায় দেন ট্রাইবুন্যাল।

এ মামলার শুরু থেকেই পলাতক ছিলেন আসামিরা। তাই আসামিদের গ্রেফতার বা তাদের আত্মসমর্পণের দিন থেকে কারাদন্ডের হিসাব শুরু হবে। আর আর্থিক জরিমানা দিতে ব্যর্থ হলে অতিরিক্ত আরও ৬ মাস কারাভোগ করতে হবে আসামিদের। জানা গেছে, ইমাম মুলকুতুর রহমান মারা যাওয়ার তাকে জেল এবং জরিমানা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালে শেয়ার নিয়ে কারসাজির দায়ে ২০০০ সালে মার্ক বাংলাদেশ শিল্প অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানিটিসহ ৪ জনকে আসামি করে মামলা করা হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষে প্রতিষ্ঠানটির তৎকালীন উপপরিচালক আহমেদ হোসেন সিকিউরিটিজ অধ্যাদেশ এর ২৫ ধারা অনুযায়ী মামলাটি দায়ের করেন। ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের ১৩৬৪/২০০০ নম্বরের মামলাটি ২০১৬ সালের ৬ নভেম্বর বিশেষ ট্রাইব্যুনালে স্থানান্তরিত হওয়ায় এর নতুন নম্বর দেওয়া হয় ৩/১৬।

  • সর্বশেষ
  • জনপ্রিয়