শিরোনাম
◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি

প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৮, ০১:০৩ রাত
আপডেট : ১৬ জুলাই, ২০১৮, ০১:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় চোরাইচক্রের ৬ সদস্য সহ গ্রেফতার ১০

আরএইচ রফিক, বগুড়া: বগুড়া সদর থানা পুলিশের অব্যাহত অভিযানের ধারাবাহিকতায় আন্তঃজেলা টানাপার্টি ও চোরাইচক্রের ৬সক্রিয় সদস্য সহ ১০জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে অতি সম্প্রতি লুন্ঠিত ১৮লাখ টাকার সাওমী ব্রান্ডের মোবাইল ফোনের অর্ধেক চালান ।

গ্রেপ্তারকৃতরা হল রাজশাহীর বোয়ালিয়া থানার মালদা কলোনীর কয়েরডালা এলাকার সালাউদ্দিনের ছেলে রেজাউল করিম (৩৫), নাটোরের তেবাড়ীয়া মধ্যপাড়া এলাকার শুক্কুর আলীর ছেলে জীবন আলী(২১),নাটোরের হেলাবাড়ীর মৃদ আক্কাস আলীর ছেলে শিমুল হোসেন ওরফে শিমুল(২৭), রাজশাহীর শাহমখদুম এলাকার বড় বনগ্রাম বাগানপাড়ার জীবেন্দ্র চন্দ্র শাহার ছেলে শ্রী কার্তিক চন্দ্র শাহা(৩৫) ,বগুড়া সদরের গকুল উত্তরপাড়া এলাকার মৃত আলতাব আলীর ছেলে আব্দুল জলিল(৩৫),রিক্সাচালক শেখেরকোলা দক্ষিনপাড়া বর্তমান বগুড়া শহরের কাটনারপাড়া করণেশন স্কুল এলাকার নঈমুদ্দিনের ছেলে ইউছুপ আলী (২২)।

গত ৪৮ঘন্টায় সদর থানা পুলিশ তাদের রাজশাহী নাটোর বগুড়া সহ উত্তরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে। পুলিশ এ সময় তাদের হেফাজত থেকে সম্প্রতি শহর থেকে লুন্ঠিত ১১৫ পিচ সাওমী মোবাইল ব্রান্ডের লুন্ঠিত মালামালের মধ্য ৫১পিচ মোবাইল উদ্ধার করা হয়।

এর আগেবগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (সার্বিক) এসএম বদিউজ্জামান এর নের্তৃতে পুলিশ গত ৯ তারিখে অভিযান চালিয়ে শহরের তিনমাথা এলাকার হোটেল নূরের ম্যানেজার আব্দুল হান্নান ও তার অপর সহযোগি সোহানকে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ৯টি লুন্ঠিত মোবাইল সেট। এছাড়াও সন্দিগ্ধ ভাবে গ্রেপ্তার করা হয় শহরের ষ্টেশন রোডের সুন্দরবন কুরিয়ারের ডেলিভারী কর্মী আশরাফুল ও বাকির সহ মোট ৪জনকে ।

মামলার তদন্তকারী বগুড়া সদর থানা পুলিশের চৌকস কর্মকর্তা এসআই জিলালুর রহমান জানান,ঢাকা থেকে প্রেরিত প্রায় ১৮লাক টাকা মূল্যর ১১৫ পিচ সাওমী ব্রান্ডের মোবাইল সেটের একটি চালান সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বগুড়ার ডিলার নারুলী এলাকার আলহাজ আনোয়ায়ার হোসেনের নামে পাঠানো হয়।

গত ৬তাঁরিখে দুপুরে শহরের ষ্টেশন রোডের সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে ওই মোবাইল সেটের চালানটি গ্রহন করতে যান ডিলার আনোয়ার হাসেনের ছেলে পলাশ হোসেন। মোবাইলের প্যাকেটটি নিয়ে একটি রিক্সা যোগে শহরে আসছিলেন তিনি। হঠাৎ করে রিক্সা চালক জানায় তাকে বলে তার রিক্সা চলছেনা ,অন্য রিক্সায় যেতে হবে। ওই রিক্সা চালক সেখানের অন্য একটি রিক্সায় মোবাইলের প্যাকেটটি তুলে দেয় । একই সময়ে সেখানে থাকা চক্রের অপর এক সদস্য তাকে ধাক্কা দিয়ে তার হাতে থাকা একটি খোলা চিপসের প্যাকেট মাটিতে ফেলে দেয়।

বিষয়টি বুঝতে না পেরে পলাশ মাটি থেকে চিপসের প্যাকেটটি সরি বলে তুলে দেবার সময় মোবাইল ফোনের প্যাকেট নিয়ে অপর রিক্সা চালক জানজটের মধ্য হাওয়া হয়ে যায় । পরে গত ৯ জুলাই তারিখে এঘটনায় বাদী হয়ে আলহাজ আনোয়ার হোসেন সদর থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

ওই মামলার প্রেক্ষিতে থানার অফিসার ইনচার্জ (সার্বিক) এসএম বদিউজ্জামানের তত্বাবধানে থানার চৌকস কর্মকর্তা এসআই জিলালুর রহমান ও নবাগত অপর চৌকস অফিসার এসআই আব্দুর রহিম অভিযান শুরু করেন। অভিযানের শুরুতেই তারা নূর বোর্ডিং এর ম্যানেজার হান্নান সহ ৪জনকে এবং গত ৪৮ঘন্টায় বিভিন্নস্থান থেকে চক্রের ৬সদস্যকে গ্রেপ্তার করেন। এ ব্যপারে লুন্ঠিত অর্ধেক মালামাল উদ্ধারের চেষ্টা সহ চক্রের আরেক হোতা পলাতক যশোহর / নাটোরের শ্যামল ঘোষ ওরফে রাজ সহ কমপক্ষে আরো ২জনকে আটকের চেষ্টা করছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়