শিরোনাম

প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৮, ০১:০৫ রাত
আপডেট : ১৬ জুলাই, ২০১৮, ০১:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পকে এড়িয়ে গেল রাজপরিবার

লিহান লিমা: চারদিনের বৃটেন সফরে কেবল রাণী এলিজাবেথ ছাড়া রাজপরিবারের আর কোনও সদস্যের দেখা পাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই রাজবধূ কেট মিডলটন ও মেগান মের্কেলের সঙ্গেও পরিচয়ের সুযোগ হয়নি ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের।

 

ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, রাণী এলিজাবেথকে একাই ট্রাম্পের সঙ্গে দেখা করতে একরকম বাধ্যই করেছিলেন প্রিন্স চার্লস ও প্রিন্স উইলিয়াম। ট্রাম্পের ৪ দিনের ব্রিটেন সফরে তার ধারে-কাছেও ঘেঁষতে চাননি তারা। উইন্ডসর ক্যাসেলে তাই রাণীর সঙ্গে দেখা করেই সন্তুষ্ট থাকতে হল ট্রাম্প-মেলানিয়াকে। তারা যখন উইন্ডসরে প্রিন্স চার্লস তখন তার কোম্পনি এজি ক্ল্যারিক এর বোর্ড মিটিং করছেন, উইলিয়াম তখন চ্যারিটির একটি পোলে ম্যাচে ও হ্যারি ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলেন।

প্রসঙ্গত, ২০১৬ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামার বৃটেন সফরে উইন্ডসরে তাদের স্বাগত জানিয়েছেন প্রিন্স ফিলিপ ও রাণী এলিজাবেথ। এছাড়া, কেনসিংটন প্যালেসের ব্যক্তিগত নৈশভোজতো আড্ডায় মাতিয়েছিলেন উইলিয়াম, ওবামা, হ্যারি, কেট ও মিশেল। ক্ষুদে প্রিন্স জর্জের সঙ্গেও দুষ্টুমিতে মেতে ছিলেন ওবামাদম্পতি।

এর আগে রানির জন্মদিন উপলক্ষে ওবামা দম্পতি প্রিন্স ফিলিপ ও রাণীর সঙ্গে দেখা করেন। সেখানে হেলিকপ্টারে করে পৌঁছানোর পর তাদের প্যালেস পর্যন্ত গাড়িতে করে এগিয়ে নিতে ছুটে এসেছিলেন প্রিন্স ফিলিপ ও রানি এলিজাবেথ নিজেই। ডেইলি মেইল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়