শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৮, ১২:৪৪ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০১৮, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিএনসিসির বিরুদ্ধে মামলা করার হুমকি বিহারিদের

কায়েস চৌধুরী: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করার হুমকি দিয়েছে বিহারিদের সংগঠন উর্দু স্পিকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট (ইউএসপিওয়াইআরএম)।

রোববার (১৫ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে বিহারিদের পুনর্বাসনের বিষয়ে প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশনা দ্রুত বাস্তবায়ন ও পুনর্বাসন ছাড়া ক্যাম্প উচ্ছেদের চক্রান্তের প্রতিবাদে ইউএসপিওয়াইআরএম আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা।

সমাবেশে ইউএসপিওয়াইআরএমদর সাধারণ সম্পাদক শাহিদ আলী বাবলু বলেন, ক্যাম্প উচ্ছেদ না করতে প্রথমে হাইকোর্ট স্থিতাবস্থার আদেশ দিয়েছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় আপিল করলে আপিল বিভাগও ওই আদেশ বহাল রেখেছেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই আদেশের তোয়াক্কা না করে ক্যাম্প উচ্ছেদের প্রস্তুতি নিচ্ছে। উচ্ছেদের তারিখ পর্যন্ত নির্ধারণ করে আমাদের ক্যাম্পের বিভিন্ন এলাকায় লাল দাগ দিয়ে গেছে। এ নিয়ে স্থানীয় বিহারিরা আতঙ্কে জীবনযাপন করছে। যদি উত্তর সিটি কর্পোরেশন আদালতের এই আদেশ না মেনে ক্যাম্প উচ্ছেদ করে তবে আমরাও বসে থাকবো না। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করবো।

তিনি বলেন, পুনর্বাসন ছাড়া কোনোভাবেই আমরা উচ্ছেদ মেনে নেবো না। আমরা কেউ নিজের ইচ্ছায় ক্যাম্পে থাকছি না। আমাদেরও ঘর-বাড়ি ছিল। আমাদের জায়গা দখল হওয়ার পর সরকার ও আন্তর্জাতিক রেড ক্রস আমাদের এই ক্যাম্পগুলোতে বসবাস করার জায়গা করে দিয়েছিলেন। এখন যদি সেই জায়গা নিতে হয় তাহলে অবশ্যই আমাদের বিকল্প ব্যবস্থা করে দিতে হবে। তাছাড়া আমরা ১ ইঞ্চি জায়গাও ছাড়বো না।

বিহারীদের পুনর্বাসনের বিষয়ে প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশনা দ্রুত বাস্তবায়ন ও পুনর্বাসন ছাড়া ক্যাম্প উচ্ছেদের চক্রান্ত বন্ধের দাবি জানান তিনি।

উর্দুভাষীদের পুনর্বাসনের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশনা বাস্তবায়ন করতে কিছু অসাধু কর্মকর্তারা টালবাহানা করে যাচ্ছে। এসব করে তারা সরকারকে বিতর্কিত অবস্থায় ফেলার চেষ্টা করছে বলে অভিযোগ করেন বিহারিরা।

ইউএসপিওয়াইআরএমদর সাধারণ সম্পাদক শাহিদ আলী বাবলুর নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সহ-সভাপতি আব্দুর রাশেদ খান বিরেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদ আলী বাবলু, সাংগঠনিক সম্পাদক মো. শাকিল, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর রেজা খান, প্রচার সম্পাদক মো. কামাল, দপ্তর সম্পাদক মো. রাশেদ, উর্দুভাষী ছাত্র আন্দোলনের সভাপতি ফাহিম হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক মাকসুদ আলম, যুবনেতা আসিফ ইকবাল প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়