শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৮, ১২:০৯ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০১৮, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লুঝকিনিতে ফাইনালের মহারণ, দু’দলের একাদশে থাকছেন যারা

আক্তারুজ্জামান : আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই পর্দা নামবে মাসব্যাপী লড়াইয়ের। হাসি-কান্না, আনন্দ-বেদনায় ভরা ফুটবল বিশ্বকাপের একুশতম আসরের ইতি ঘটবে আজ রাত নয়টায়। ফ্রান্স বনাম ক্রোয়েশিয়ার মধ্যেকার ফাইনালের মহারণের পর শেষ হতে যাচ্ছে ‘ওয়ার্ল্ড গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ। ৩২ দলের প্রতিযোগিতার ফাইনাল মঞ্চে আজ বিশ্বসেরা হওয়ার লড়াইয়ে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে রাশিয়া বিশ্বকাপের শিরোপা জয়ের চুড়ান্ত মুখোমুখি হবে ফ্রান্স ও ক্রোয়েশিয়া।

যেখানে দ্বিতীয়বার শিরোপা উঁচিয়ে ধরতে পারে ফ্রান্স এবং প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ নেওয়ার সুযোগ রয়েছে ক্রোয়েশিয়ার সামনেও। ক্রোয়াট দলে বেশ কয়েকজন বিশ্ব মানের খেলোয়াড় রয়েছে। তবে ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশীপের ফাইনালে পরাজিত হওয়া ফ্রান্সও গতি তারকাময় দল। তাই আজকের ম্যাচটি হতেই পারে হেড টু হেডের লড়াই।

আসরের অন্যান্য ম্যাচের মতো ফাইনাল ম্যাচেও ফরাসিদের আক্রমণের ভরসার মুখ ১৯ বছর বয়সী কিলিয়ান এমবাপে। ম্যানচেস্টার ইউনাইটেড তারকা পল পগবা মাঝ মাঠের মূলস্তম্ভ। এছাড়া অ্যাটলেটিকো মাদ্রিদের আঁতোয়া গ্রিজম্যান, বার্সেলোনার ওসমান ডেম্বেলের দিকেও থাকবে বাড়তি নজর।

অন্যদিকে ক্রোয়াটদের মধ্যমাঠে প্রাণ ভোমরা হলো দলনায়ক লুকা মদরিচ। ক্রোয়েশিয়াকে ফাইনালে তোলার মূল ভূমিকা এই রিয়াল মাদ্রিদ তারকাই। তার পাশাপশি আছেন বার্সা তারকা ইভান রাকিটিচ। এছাড়া ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার জন্য আছেন মারিও মানজুকিচ। আর সবার সঙ্গে দারুণ ছন্দে আছেন গোলরক্ষক সুবাচিস।

শিরোপা নির্ধারণী ম্যাচে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশ তার শিষ্যদেরকে ৪-২-৩-১ ফরমেশনে খেলাতে পারেন। আর ক্রোয়াটদের সম্ভাব্য ফরমেশন দেখা যেতে পারে ৪-৩-২-১ লাইনে।

ফ্রান্স সম্ভাব্য একাদশ : হুগো লরিস( অধিনায়ক/গোলরক্ষক), বেঞ্জামিন পাভার্ড, রাফায়েল ভারানে, স্যামুয়েল উমতিতি, লুকাস হারনান্দেজ, এনগোলো কান্তে, পল পগবা, কিলিয়ান এমবাপে, আঁতোয়া গ্রিজম্যান, ব্লেইসি মাতুইদি, অলিভিয়ার জিরুদ।

ক্রোয়েশিয়া সম্ভাব্য একাদশ : দানিয়েল সুবাসিস (গোলরক্ষক), সিমি ভ্রাসালিকো, দিজান লভরেন, ডোমেগজ ভিদা, ইভান স্ট্রিনিস, ইভান রাকিতিস, লুকা মদরিচ, আন্তে রেবিচ, আন্দ্রেজ ক্রামারিস, ইভান পেরিসিচ, মারিও মানজুকিচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়