শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৫ জুলাই, ২০১৮, ০৯:০৫ সকাল
আপডেট : ১৫ জুলাই, ২০১৮, ০৯:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রলীগের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ ২৪ ঘন্টার মধ্যে জানাতে লিগ্যাল নোটিশ

এস এম নূর মোহাম্মদ : কোটা অান্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ সম্পর্কে ২৪ ঘণ্টার মধ্যে জানাতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

রোববার অান্দোলনকারী ৪ শিক্ষার্থীর পক্ষে সুপ্রিম কোর্টের ১৩ অাইনজীবী এ নোটিশ পাঠান।

হামলাকারীদের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা সম্পর্কে জানাতে ঢাবি ও রাবির ভিসি, প্রক্টর এবং রেজিস্ট্রারকে বলা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা সম্পর্কে না জানালে অাইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয় নোটিশে।

নোটিশে বলা হয়েছে, আমাদের মক্কেলরা(নোটিশ প্রদানকারী) সচেতেন নাগরিক হিসেবে চলমান কোটা সংস্কার আন্দোলনে যোগ দেন। তারা বিগত কয়েকমাসে শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ গ্রহণ করেছে। প্রত্যেকের সমর্থন ও বিশ্ববদ্যালয় কর্তৃপক্ষ এই আন্দোলনকে একটি বৈধ আন্দোলন হিসেবে উল্লেখ করায় আমাদের মক্কেলরা আরো উৎসাহিত হয়।

নোটিশ প্রদানকারী অন্যতম আইনজীবী ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া জানান, আন্দোলনের এক পর্যায়ে দুটি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ কর্মীরা হামলায় চালায়। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

কিন্তু হামলাকারীদের ব্যাপারে অবগত থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করেনি। যা সম্পূর্ণ ভাবে অপ্রত্যাশিত এবং বিশ্ববিদ্যালয়ের ও দেশের প্রচলিত আইনের পরিপন্থী। এতে স্পষ্ঠ ভাবে প্রতীয়মান হয় যে আপনারা (বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ) পদে থাকার উপযুক্ত নন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়