শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ১৫ জুলাই, ২০১৮, ০৮:৫১ সকাল
আপডেট : ১৫ জুলাই, ২০১৮, ০৮:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘরে ঘরে নৌকার দাওয়াত পৌঁছে দিতে মেয়র কামরানের আহবান

নিউজ ডেস্ক:  দলমত নির্বিশেষে সিলেট নগরীর সকল মানুষের কাছে নৌকার দাওয়াত পৌঁছে দিতে আওয়ামী লীগসহ সকল অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান।

শনিবার রাতে সিলেট নগরীর ১নং ওয়ার্ড আওয়ামী লীগ ও নয়াসড়কস্থ মালঞ্চ কমিউনিটি সেন্টারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত পৃথক নির্বাচনী সভায় তিনি এ আহবান জানান।

মেয়র প্রার্থী কামরান বলেন, সিলেট নগরের ঘরে ঘরে নৌকার দাওয়াত পৌঁছে দিয়ে উন্নত সিলেট গড়ায় সবাইকে সম্পৃক্ত করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় যে কোনো কাজ সহজে সম্পন্ন করা যায়। সভায় বদর উদ্দিন আহমদ কামরান আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্যও সকলের প্রতি অনুরোধ জানান।

১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জুনেদ আহমদ শওকতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি আব্দুল খাবিরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ.কে আব্দুল মোমিন, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ূন ইসলাম কামাল, মো. আলী দুলাল, বাংলাদেশ ডেভলাপম্যান্ট ব্যাংকের পরিচালক সৈয়দ এপতার হোসেন পিয়ার, মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, যুগ্ম আহবায়ক সেলিম আহমদ, হবিগঞ্জ জেলা আওয়ামী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, শ্রমিকলীগের কেন্দ্রীয় সহসভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নজমুল আলম রুমেল, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরুল হাসান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম.এই ইলিয়াছী দিনার, মহানগর শ্রমিকলীগ সদস্য জহিরুল ইসলাম, ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ওয়াসিক আহমদ সেলিম, সিলেট জেলা পরিষদ সদস্য এ.জেড রওশন জেবীন রুবা, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলী মোস্তফা মিশকাতুন নুর, ১নং ওয়ার্ড যুবলীগ নেতা শাহেদুর রহমান শাবলু, স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. শাহেদুল হক রিংকু, মকবুল হোসেন, শ্রমিকলীগ নেতা আফিকুর রহমান আফিক, ফয়ছল আহমদ তাপাদার, আব্দুল করিম চৌধুরী ও কবীর চৌধুরী।

নয়াসড়কস্থ মালঞ্চ কমিউনিটি সেন্টারে আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. ফয়জুল আলোয়ার আলাউর, আজিজুল আমিন মানিক, আব্দুল হান্নান, ফুকন মিয়া, জিকরুল আলম জাকির, আব্দুল আলীম তুষার ও দিলাল মিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়