শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৫ জুলাই, ২০১৮, ০৭:৫৭ সকাল
আপডেট : ১৫ জুলাই, ২০১৮, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালকিনিতে পৌর মেয়রকে কুপিয়ে হত্যার চেষ্টা, প্রতিবাদে বিক্ষোভ

এইচ এম মিলন,কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মো. এনায়েত হোসেন হাওলাদারকে রাতের আঁধারে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার মধ্যে রাতে এ হামলার ঘটনাটি ঘটে। তাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দেয়া হয়। এ হামলার ঘটনার প্রতিবাদে আজ রোববার সকালে থেকে দুই ঘন্টা ব্যাপী রাস্তা অবরোধ রেখে ট্যায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন ছাত্রলীগ ও যুবলীগ।

অভিযোগ ও পুলিশ সুত্রে জানাগেছে, একদল মুখোশধারী দুর্বৃত্তরা আনুমানিক রাত দেড়টার দিকে একটি মাইক্রোবাস ও দুইটি মোটরসাইকেল নিয়ে এসে প্রথমে মেয়রের বাড়ির পেছনের পকেট গেট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এরপর মেয়রের শোবার ঘরের জানালার গ্রিল ভেঙ্গে রাম দা দিয়ে তার মাথার উপর ঘুমন্ত অবস্থায় আঘাত করে। পরে প্রাণে বাঁচতে মেয়র তার বিছানায় থাকা শর্টগান দিয়ে ফাঁকা গুলি ছোড়েন। তা দেখে দুর্বৃত্তরা পাল্টা ফাঁকা গুলি ছোড়ে এবং কয়েকটি বোমা বিস্ফোরন করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন টের পেয়ে মেয়রকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করেন। পরে খবর পেয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুমন কুমার দেব ও কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এদিকে এ হামলার ঘটনার প্রতিবাদে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ উপজেলা সদর রোডে বিক্ষোভ মিছিল করেন এবং টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন। এ হামলার খবর চারিদিকে ছড়িয়ে পড়লে উত্তপ্ত হয়ে ওঠে পুরো উপজেলা।

আহত মেয়র এনায়েত হোসেন হাওলাদার বলেন, আমাকে ঘুমান্ত অবস্থায় জানালার গ্রিল ভেঙ্গে দুর্বৃত্তরা রাম দা দিয়ে আমার মাথার উপর কোপ মাড়ে। পরে আমি প্রান বাঁচাতে ফাঁকা গুলি ছুড়ি।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, মেয়রের উপর হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে ঘটনার পর থেকে পুলিশ মোতায়ন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়