শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১৫ জুলাই, ২০১৮, ০৫:৫৫ সকাল
আপডেট : ১৫ জুলাই, ২০১৮, ০৫:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হোর্হে সাম্পাওলির বিদায়ী ঘন্টা

স্পোর্টস ডেস্ক: অবশেষে ছাঁটাই করা হলো আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলিকে। বিশ্বকাপে দলের ব্যর্থতা কারণে তাকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তবে দলটির নতুন কোচ কে হতে যাচ্ছেন সেই ব্যাপারে এখনো কোনো কিছু নিশ্চিত করেনি এএফএ।

তবে সাম্পাওলিকে ছাঁটাই করার কারণে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে বিরাট লোকসান গুনতে হচ্ছে। কারণ তাকে ক্ষতিপূরণ বাবদ ১৪ মিলিয়ন ডলার প্রদান করবে আর্জেন্টিনা। কিন্তু এই অর্থ একসঙ্গে না দিয়ে সাত কিস্তিতে সাত বছরে পরিশোধ করা হবে।

২০১৭ সালের মে মাসে আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব নেন সাম্পাওলি। তখন দেশটির সংবাদমাধ্যমে বলা হয়, মুমূর্ষু আর্জেন্টিনা দলকে জাগিয়ে তুলতে পারেন তিনি। চিলির হয়ে কোপা আমেরিকাজয়ী সাম্পাওলির ওপর আর্জেন্টাইনদের অনেক প্রত্যাশা ছিল। কিন্তু সেসব ফিকে হয়ে যাওয়ায় দেড় বছরের মাথায় ছাঁটাই হলেন এই কোচ।

সাম্পাওলি যখন আর্জেন্টিনার কোচ হয়ে আসেন তখন বিশ্বকাপ বাছাইপর্বে দলটির অবস্থা খাদের কিনারে। দলকে কোনো মতে বাছাইপর্ব পার করান তিনি। প্রত্যাশাটার সবটা পূরণ করতে পারেননি সাম্পাওলি। বিশ্বকাপের প্রথম রাউন্ডে আইসল্যান্ডের সঙ্গে ড্রয়ের পর ক্রোয়েশিয়ার কাছে হেরে যায় আর্জেন্টিনা। এরপর নাইজেরিয়াকে হারিয়ে কোনো মতে দ্বিতীয় রাউন্ডে উঠলেও ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় মেসি-মাশচেরানোরা। ওই সময় বিভিন্ন সংবাদমাধ্যমে জানানো হয়, সাম্পাওলির কৌশলে বিরক্ত খেলোয়াররা তাকে আর চায় না। অ্যাসোসিয়েশনও খেলোয়ারদের পক্ষে। সেই খবরই সত্য হলো।

সাম্পাওলির অধীনে আর্জেন্টিনা ১৪টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ৭ ম্যাচ তিনি জিতেছে, ড্র করেছে ৪টি আর হেরেছে চারটিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়