শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৫ জুলাই, ২০১৮, ০৫:৩৫ সকাল
আপডেট : ১৫ জুলাই, ২০১৮, ০৫:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লামায় ইদ্রিছ কোম্পানী সরই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদের দায়িত্ব পেলেন মো: ইদ্রিছ কোম্পানী। নির্বাচিত সভাপতি নুরুল আলম সড়ক দুর্ঘটনাজনিত কারণে অসুস্থ্য হয়ে পড়ায় সিনিয়র সহ-সভাপতি ইদ্রিছ কোম্পানীকে এ পদে নিযুক্ত করা হয়।

শুক্রবার লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল’র সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় দলের সকল সম্পাদক মন্ডলীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

২০১৭ সালে নুরুল আলম (সাবেক মেম্বার) সরই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। এর কিছুদিন পর তিনি সড়ক দুর্ঘটনা জনিত কারণে অসুস্থ হয়ে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে নিতে অক্ষম হয়ে পড়েন। এলাকায় আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতায় গতি অনিয়মের জন্য গত ১৩ জুলাই উপজেলা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই ইউনিয়নের প্রবীন আওয়ামী লীগ নেতা সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো: ইদ্রিছ কোম্পানীকে সভাপতির পূর্ণ দায়িত্বভার অর্পণের সিদ্ধান্ত নেয়া হয়।

ইদ্রিছ কোম্পানীকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিয়োগ করায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাংগঠনিক কার্যক্রম জোরদার হওয়ার আশাবাদ ব্যক্ত করে দলীয় নেতৃবৃন্দরা জানান, ইদ্রিছ কোম্পানী দায়িত্বশীল সাংগঠনিক দক্ষ ব্যক্তি। তার নেতৃত্বে সরই ইউনিয়ন আওয়ামী লীগ আরো সু-সংগঠিত হবে।

এ বিষয়ে সভাপতির দায়িত্বপ্রাপ্ত ইদ্রিছ কোম্পানী বলেন, ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি তিনি জাতির জনক বঙ্গবন্ধু ও তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার রাজনৈতিক নীতি আদর্শ’র প্রতি আনুগত্য থেকে দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতি করছেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুরের নেতৃত্বে এই অঞ্চলে সরকার ব্যাপক উন্নয়ন করছেন। ফলশ্রুতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে স্থানীয়রা বিপুল সমর্থন দিয়ে বীর বাহাদুরকে সংসদ সদস্য করে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। মো. ইদ্রিছ কোম্পানীকে সরই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিযুক্ত করার সত্যতা লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল নিশ্চিত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়