শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৫ জুলাই, ২০১৮, ০৬:০৩ সকাল
আপডেট : ১৫ জুলাই, ২০১৮, ০৬:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোটের মাঠে শেরেবাংলার দৌহিত্র ফাইয়াজুল হক রাজু

আসাদুজ্জামান সম্রাট : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে চান শেরেবাংলা একে ফজলুল হকের দৌহিত্র ফাইয়াজুল হক রাজু। ইতিমধ্যেই তিনি নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। তিনি আশাবাদী মহাজোট থেকে এবার তিনিই দলীয় মনোনয়ন পাবেন।

ফাইয়াজুল হক রাজু শেরেবাংলা একে ফজলুল হকের পূত্র সাবেক পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী একে ফায়জুল হকের বড় পূত্র। শুরু থেকেই আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় রয়েছেন তিনি। এলাকার সাধারণ মানুষও তাকে এ আসনের প্রার্থী হিসেবে দেখতে চায়। তিনি আওয়ামী লীগের সর্বশেষ কমিটির সহ-সম্পাদক ছিলেন।

বরিশাল-২ আসনটি বরিশালের বানারীপাড়া ও উজিরপুর উপজেলা নিয়ে গঠিত। বর্তমানে এ আসনের সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনূস অন্য এলাকার বাসিন্দা। তিনি বরিশাল-১ আসনের বাসিন্দা হলেও ওই আসনে বর্তমান সংসদ সদস্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগিনা আবুল হাসনাত আব্দুল্লাহ। ২০০৮ এর ২৯ ডিসেম্বরের নির্বাচনে ওই আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তালুকদার মো. ইউনূস।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে তার আসন পরিবর্তন করে বরিশাল-২ আসনে প্রার্থী করা হয়। বিএনপির বর্জনের মুখে অনেকটা একদলীয় নির্বাচনে তালুকদার মো. ইউনূস সংসদ সদস্য নির্বাচিত হলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের চিত্র উল্টো হতে পারে। আর এ কারণেই এই আসনে উত্তারাধিকারের রাজনীতিতে ফাইয়াজুল হক রাজুই হতে পারে একমাত্র ভরসা। দাদা ও বাবার ইমেজকে কাজে লাগিয়ে তিনিই হতে পারেন যোগ্য প্রার্থী।

শোনা যাচ্ছে বরিশাল-২ আসনের সংসদ সদস্য তালুকদার মো. ইউসূসকে বরিশাল সদর আসনের প্রার্থী করার সম্ভাবনা রয়েছে। তিনি বর্তমানে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বরিশালে আওয়ামী লীগের নেতৃত্ব শূন্যতার মাঝে নিরহঙ্কারী, সদালাপী ও সৎ রাজনীতিবিদ তালুকদার ইউনূসের রাজনৈতিক মহলে অন্যরকম গ্রহণযোগ্যতা রয়েছে। জাতীয় নির্বাচনে তিনি ভালো করবেন বলে সকলের প্রত্যাশা।

ফাইয়াজুল হক রাজু বলেন, তিনি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে আসনটি ধরে রাখতে তাকেই দলীয় মনোনয়ন দেয়া হবে বলে তিনি আশাবাদী। সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি দাদা ও পিতার মতোই সততা ও যোগ্যতা দিয়ে এলাকাবাসীর সেবা করতে চান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়