শিরোনাম
◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী

প্রকাশিত : ১৫ জুলাই, ২০১৮, ০৫:১৬ সকাল
আপডেট : ১৫ জুলাই, ২০১৮, ০৫:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ : রাজনাথ সিং

তরিকুল ইসলাম : ভারত সরকারের নিরাপত্তা উদ্বেগ মোকাবিলায় সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ঢাকা সফররত দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

শনিবার ঢাকার ভারতীয় হাই কমিশন জানিয়েছে শনিবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

বার্তায় বলা হয়, ভারত-বাংলাদেশ সন্ত্রাসবাদ ও মৌলবাদ প্রতিরোধে একসঙ্গে কাজ করে বিশেষ সাফল্যলাভ করেছে বলে দুই নেতা উল্লেখ করেছেন। যে সকল দেশ সন্ত্রাসবাদ ও মৌলবাদ দ্বারা আক্রান্ত তাদেরও কাঁধে কাঁধ মিলিয়ে সক্রিয়ভাবে প্রতিরোধে কাজ করা উচিত।

সৌজন্য সাক্ষাতে দুই নেতার আলাপের বিষয় সম্পর্ক বার্তায় বলা হয়, দুইনেতা গত একবছরে মিয়ানমারের রাখাইন রাজ্যের বাস্তুচ্যুত বাসিন্দাদের বিষয়ে আলোচনা করেন। ভারতে এই বাস্তুচ্যুত বাসিন্দাদের নিজ বাসস্থানে দ্রুত, নিরাপদে ও স্থায়ীভাবে ফিরে যাওয়ার জন্য সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান। ভারত রাখাইন রাজ্যে প্রি-ফাব্রিকেটেড হাউজিং নির্মাণের জন্য একটি প্রকল্পে কাজ করছে, যাতে বাস্তুহারা মানুষগুলির প্রয়োজন মেটাতে পারে। ভারত সরকার ত্রাণ সামগ্রী ও সরবরাহ দেওয়া অব্যাহত রাখবে, যাতে বাংলাদেশ সরকার ত্রাণ ক্যাম্পে তাদের চাহিদা পূরণ করতে পারে।

বার্তায় আরো বলা হয়, সৌজন্য সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছাবার্তা পৌঁছে দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অর্থনীতির ৭,৭৮ শতাংশ এর অভূতপূর্ব প্রবৃদ্ধির জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়