শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৫ জুলাই, ২০১৮, ০৪:১৯ সকাল
আপডেট : ১৫ জুলাই, ২০১৮, ০৪:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের চালকদের অপরাধ পর্যবেক্ষণ করবে উবার

নূর মাজিদ : সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে উবারের পরিবহণ সেবা প্রদানকারী গাড়ি চালকদের বিরুদ্ধে যাত্রীদের যৌন নির্যাতনসহ নানাভাবে হয়রানি করার অভিযোগ আসছে। এমন পরিস্থিতিতে উবার যুক্তরাষ্ট্রে উবারের সঙ্গে সংযুক্ত চালকদের পর্যবেক্ষণ করতে নতুন একটি ব্যবস্থা চালু করেছেন। কোম্পানিটির দাবী জুলাই মাসে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করবার পর এখন পর্যন্ত তারা ২৫জন চালকের অপরাধ শনাক্ত করে তাদের বহিস্কার করেছে।

ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে উবারের চালকদের অপরাধে জড়িয়ে পড়ার মাত্রা এতো বেশী বৃদ্ধি পেয়েছে যে প্রভাবশালী মার্কিন সংবাদ সংস্থা সিএনএন এই বিষয়ে একটি অনুসন্ধানি প্রতিবেদনও প্রকাশ করে। এর আগে এপ্রিল মাসেই উবার কতৃপক্ষ ঘোষণা দিয়েছিলো যে তারা চালকদের অতীত ইতিহাস এবং অপরাধের রেকর্ড সফটওয়্যারের মাধ্যমে বিশ্লেষণ করতে উন্নত প্রযুক্তিতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে, উবারের সফটওয়্যার কোন চালকের অপরাধের প্রমাণ পেলে সঙ্গেসঙ্গেই তাকে কোম্পানির চালক তালিকা থেকে বহিষ্কার করবে। অত্যাধুনিক এই সফটওয়্যার স্থানীয় প্রশাসন এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থার কাছে থেকেও সার্বক্ষণিক অপরাধিদের তথ্য সংগ্রহ করবে।

শুক্রবার উবারের এক ঘোষণায় জানানো হয়, তাদের এই সফটওয়্যার চলতি গ্রীষ্মেই তারা পুরোদমে চালু করতে চলেছেন। নতুন এই মনিটরিং ব্যবস্থায় এখন থেকে চালকদের বেশকিছু উবারের বেঁধে দেয়া মানদ- মেনে চলতে হবে। অন্যথায়, তারা আর কখনো উবারের সঙ্গে কাজ করতে পারবেন না। সিএনএন মানি

  • সর্বশেষ
  • জনপ্রিয়