শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৫ জুলাই, ২০১৮, ০৪:১১ সকাল
আপডেট : ১৫ জুলাই, ২০১৮, ০৪:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশ্মীর বিষয়ক জাতিসংঘের প্রতিবেদন বাতিল করলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী

শেখ নাঈমা জাবীণ: ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীথারমণ শুক্রবার জাতিসংঘের একটি প্রতিবেদনে বর্ণিত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের তথাকথিত রিপোর্ট বাতিল করেছেন। তার দাবি, যেকোনো অভিযান পরিচালনার ক্ষেত্রে ভারতীয় সেনারা সর্বোচ্চ সংযমের পরিচয় দেয়।
সীথারমণ বলেন, ‘রিপোর্টটি ভারতের বাইরে থেকে করা হয়েছে। মূল্যায়নটি সম্পূর্ণ ভিত্তিহীন। ভারতীয় সেনাবাহিনী জম্মু এবং কাশ্মীরে অপারেশন পরিচালনার ক্ষেত্রে সর্বোচ্চ সংযমের অনুশীলন করেছে।’
এ মাসের শুরুতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূত ভারতের জম্মু এবং পাকিস্তানের আজাদ কাশ্মীরে মানবাধিকার লংঘনের অভিযোগের প্রথম রিপোর্ট প্রকাশ করে। এ নিয়ে ভারতে তীব্র প্রতিবাদের সৃষ্টি হয় এবং প্রতিবেদনটিকে ‘প্রতারণামূলক এবং উদ্দেশ্যমূলক’ হিসেবে আখ্যায়িত করা হয়। পাশাপাশি আন্তর্জাতিক মহলে প্রতিবেদনটির তদন্ত দাবি করা হয়।
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিয় গুতারেসের আহ্বানে কাশ্মীরে মানবাধিকারের বর্তমান অবস্থা বিষয়ের স্বাধীন আন্তর্জাতিক তদন্তের জন্য নিয়োজিত মানবাধিকার প্রধানের এই প্রতিবেদনের সমালোচনা করেন শ্রী সীথারামান। গুতেরেস নিউ ইয়র্কে সাংবাদিকদের বলেন, ‘আপনারা অনুমান করতে পারেন, উল্লেখিত বিষয়ে মানবাধিকার হাইকমিশনারের সকল পদক্ষেপই জাতিসংঘের বার্তা বহন করে।’
কাশ্মীরের যুবকদের জঙ্গীদলে নিয়োগ বিষয়ের এক প্রশ্নে নির্মলা সীথারমণ বলেন, নিরাপত্তা বাহিনী এ বিষয়ে নজর রাখছে।আমরা আরো মনোযোগ দিচ্ছি জঙ্গীদলে যোগদানের জন্য যারা পেছন থেকে এবিষয়ে মদদ দিচ্ছে তাদের দিকে। তিনি আরো বলেন, জম্মু কাশ্মীরকে গভর্নরের অধীনে আনার পর সেনাবাহিনীকে (অভিযান পরিচালনায়) কোন স্বচ্ছ ধারণা দেয়া হয় নি। সূত্র: এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়