শিরোনাম
◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল

প্রকাশিত : ১৫ জুলাই, ২০১৮, ০৩:৩৪ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০১৮, ০৩:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভরা মৌসুমেও ইলিশ ধরা পরছে না জেলেদের জালে

সাজিয়া আক্তার : ভরা মৌসুম চললেও ইলিশের দেখা পাচ্ছে না ঝালকাঠির জেলেরা। নদীতে দিন রাত জাল ফেলেও কাক্সিক্ষত ইলিশের দেখা মিলছে না। তবে মৎস কর্মমর্তারা বলছেন নদীতে পানি বাড়লে অচিরেই ইলিশ মাছ পাওয়া যাবে।

বৈশাখ থেকে আশ্বিন পর্যন্ত জেলার নদ নদীগুলোতে ঝাকে ঝাকে ইলিশ ধরা পরলেও এবার ইলিশের দেখা মিলছে না জেলেদের জালে। যে কারণে অলস সময় কাটাতে হচ্ছে বেশির ভাগ জেলেদের। জেলেরা বলছেন প্রতিদিন মাছের আশায় জাল ফেললেও দেখা মিলছে না কাক্সিক্ষত ইলিশের।

জেলেরা বলেন, আগে আমরা বৈশাখ মাসে অনেক মাছ পেতাম, আর এখন মাছ তেমন পাই না। ঋনের টাকা দিতে পারছি না আমরা।

কারো কারো জালে দিনে ২/১ টি মাছ ধরা পরলেও বেশির ভাগ জেলেরেই ফিরতে হচ্ছে খালি হাতে। এতে ঋণের বোঝা তো বাড়ছেই দাদন নিয়ে যারা নৌকা ও জাল কিনেছেন তারাও পরেছেন বিপাকে।

এবেপারে মৎস কর্মকর্তা জানিয়েছেন নদ-নদীগুলোতে পানি না বাড়ায় স্রোত নেই, যে কারণে এখনো ইলিশ আসতে শুরু করেনি। অচিরেই ইলিশ পাওয়া যাবে।

ঝালকাঠি জেলা মৎস কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা বলেন, নদীর পানি বাড়েনি, স্রোত ও তেমন শুরু হয়নি। নদীর স্রোত বাড়লে তখন ঝাকে ঝাকে ইলিশ নদীতে আসনতে শুরু করবে। তখন জেলেদের জালেও পর্যাপ্ত ইলিশ ধরা পরবে।

জেলার ৫ হাজার ৩০৫ জন জেলের মধ্যে সরকারি সহায়তা পাচ্ছে মাত্র ১হাজার ১২ জন।

সূত্র : একাত্তর টেলিভিশন

  • সর্বশেষ
  • জনপ্রিয়