শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৫ জুলাই, ২০১৮, ০৩:২০ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০১৮, ০৩:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানি

লিহান লিমা: আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা-কে পেছনে ফেলে এশিয়ার শীর্ষ ধনীর তকমা এখন ভারতীয় কোটিপতি, রিলায়েন্স গ্রুপের সিইও মুকেশ আম্বানির।

ব্লুমবার্গ রিপোর্ট অনুযায়ী, শুক্রবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর শেয়ার দর এক লাফে ১.৬ শতাংশ বেড়ে যাওয়ায় মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ বেড়ে দাঁড়ায় ৪৪.৩ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ৪,৪৩০ কোটি মার্কিন ডলার। এই মুহূর্তে আলিবাবা কর্তা জ্যাক মা-র সম্পত্তির পরিমাণ ৪,৪০০ কোটি মার্কিন ডলার।

পেট্রোপণ্য থেকে টেলিকম সেক্টর, সবক্ষেত্রেই দাপট রয়েছে আম্বানি পরিবারের। এর পাশাপাশি ই-কমার্সকে আরও পোক্ত করতে তাঁর হাতিয়ার রিলায়েন্স জিও। আমাজনকে টেক্কা দিতেই এই পরিকল্পনা মুকেশ আম্বানির। এই টেলিকম সংস্থার গ্রাহক সংখ্যা ২১৫ মিলিয়ন করে ব্যবসা বিস্তারের লক্ষ্যে রয়েছেন তিনি। ১৬ আগস্ট থেকে বাজারে আসবে তার ‘জিও ফোন’। যার মূল্য ২ হাজার ৯৯ রুপি।

গত সপ্তাহে রিলায়েন্সের ৪১তম বার্ষিক সাধারণ সভায় একাধিক ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সেখানেই বাড়ি ও কর্মক্ষেত্রের জন্য একটি অত্যাধুনিক হাই-স্পিড ফিক্সড ফাইবার ব্রডব্যান্ড লাইন আনার কথা ঘোষণা দেন আম্বানি।

এ বছরের জানুয়ারিতে বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে ১৮তম ব্যক্তি হিসেবে স্থান করে নেন আম্বানি। এসেই সঙ্গে ভারতীয় এই ব্যবসায়ী বিশ্বের অন্যতম ক্ষমতাসীন ব্যক্তি। ‘মুম্বাই ইন্ডিয়ান’স এর মালিক আম্বানি ২০১২ সালে প্রথম ফোর্বসে জায়গা করে নিয়েছিলেন। তার ‘আন্তিলিয়া বিল্ডিং’ বিশ্বের অন্যতম ব্যয়বহুল ব্যক্তিগত বাসভবন, যার মূল্য ১০০ কোটি ডলারের কাছাকাছি। ইয়ন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়