শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৪ জুলাই, ২০১৮, ১১:৪১ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০১৮, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন আইন মানবে না বিশ্বের অধিকাংশ দেশ: রুহানি

রাশিদ রিয়াজ : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, বিশ্বের অধিকাংশ দেশ আমেরিকার নিজস্ব আইন মেনে চলবে না বলে ঘোষণা করেছে। শনিবার ইরানের আইন ও বিচার বিভাগের প্রধানদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

রুহানি বলেন, ইউরোপের বিভিন্ন দেশ, চীন, রাশিয়া, এশিয়ার বিভিন্ন প্রভাবশালী দেশ ও প্রতিবেশীদের সঙ্গে সফল আলোচনা হয়েছে। এর মধ্যে অধিকাংশ দেশই বলেছে, তারা আমেরিকার অভ্যন্তরীণ আইন মেনে চলবে না।

তিন বিভাগের প্রধানদের বৈঠক শেষে প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ইরানের অর্থনৈতিক সম্পর্ক ও লেনদেন আগের মতোই চলবে। কিন্তু ইরান, মধ্যপ্রাচ্য, মুসলিম বিশ্ব এমনকি নিজের মিত্রদের বিষয়ে আমেরিকা যে নীতি গ্রহণ করেছে তা বাস্তবায়নযোগ্য নয়।

ব্রিটেনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাাম্পের বিরুদ্ধে গণবিক্ষোভের প্রতি ইঙ্গিত করে রুহানি বলেন, মার্কিন শাসকরা যে নীতি গ্রহণ করেছে তা ইরানের পাশাপাশি অন্যান্য দেশের কাছেও অন্যায্য। ইরানের জনগণের ওপর চাপ বাড়াতেই আমেরিকা নিষেধাজ্ঞার পথ বেছে নিয়েছে বলে তিনি জানান।

রুহানি বলেন, আমেরিকা এখন যে কোনো সময়ের চেয়ে মুসলিম বিশ্ব ও উন্নয়নশীল দেশগুলোর কাছে বেশি ঘৃণিত। এখন অনেক বেশি বিচ্ছিন্ন। শুধু আন্তর্জাতিক অঙ্গন নয় দেশটির অভ্যন্তরেও ট্রাম্প সরকার নানা সমস্যার মধ্যে রয়েছে।

তিনি বলেন, ইরানি জনগণের সঙ্গে সমন্বয় ও মিত্র দেশগুলোর সঙ্গে সহযোগিতার ভিত্তিতে দৃঢ়তা ও প্রতিরোধের পথ অব্যাহত থাকবে এবং এভাবেই শত্রুদের ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে।পারসটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়