শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৪ জুলাই, ২০১৮, ১১:৩১ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০১৮, ১১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নীরবের কাছ থেকে অলঙ্কার কেনায় ৫০ ধনপতির খোঁজে ভারতের কর বিভাগ

রাশিদ রিয়াজ : ভারতের প্রখ্যাত হিরা ব্যবসায়ী নীরব মোদির প্রতিষ্ঠান থেকে অলঙ্কার কিনেছেন এমন ৫০ ধনী গ্রাহকের কর প্রদান সহ তাদের আয়ের উৎস সম্পর্কে খোঁজ নিতে শুরু করেছে দেশটির কর বিভাগ। দেশটির পাঞ্জাব ব্যাংকের সঙ্গে ১১ সহ¯্রাধিক কোটি রুপির অর্থকেলেঙ্কারীর ঘটনায় নীরব মোদি ভারতের বাইরে অন্য দেশে পলাতক রয়েছেন এবং তাকে ফিরিয়ে আনার জন্যে কূটনৈতিক উদ্যোগ শুরু হয়েছে। পাশাপাশি ভারতের আয়কর বিভাগ খতিয়ে দেখছে নীরব মোদির শীর্ষ ৫০ ক্রেতা কোনো ধরনের আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত আছেন কি না।

ভারতের আয়কর ভিভাগ এধরনের ক্রেতাদের কাছে নোটিশ পাঠিয়ে জানতে চেয়েছে তারা এত দামী অলঙ্কার কেনার ক্ষেত্রে কেন নগদ অর্থ ব্যবহার করেননি বা তাদের আয়ের উৎস কোথায়। চেক বা ক্রেডিট কার্ড ব্যবহার করে তারা কেন নীরব মোদির কাছ থেকে অলঙ্কার কিনেছিলেন সে সম্পর্কেও তথ্য চাইছে ভারতের আয়কর বিভাগ।

জবাবে অধিকাংশ ক্রেতা বলেছেন, তারা এধরনের অলঙ্কার ক্রয়ের ক্ষেত্রে কোনো নগদ অর্থ ব্যবহার করেনি। আর করলেও রিটার্ন সাবমিটের সময় তারা তা উল্লেখ করেছেন কি না তাও খতিয়ে দেখছে আয়কর বিভাগ। এক্ষেত্রে আইনের কোনো ব্যতয় ঘটলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আয়কর বিভাগ রিয়ওয়ারি ভিত্তিক হাসপাতাল গ্রুপের মালিক, স্বরাজ ইন্ডিয়ার নেতা যোগেন্দ্র যাদবকে নীরব মোদির কাছ থেকে অলঙ্কার কেনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন। বিজনেস স্ট্যান্ডার্ড

  • সর্বশেষ
  • জনপ্রিয়