শিরোনাম
◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের

প্রকাশিত : ১৪ জুলাই, ২০১৮, ১২:১৯ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০১৮, ১২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহাকাল নাট্য সম্প্রদায় এর ৩৫ বছর পূর্তিতে অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : মহাকাল নাট্য সম্প্রদায় বাংলাদেশে নিয়মিত নাট্যচর্চারত একটি সক্রিয় নাট্যদল। মহাকাল নাট্য সম্প্রদায় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান, সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং বাংলাদেশ পথনাটক পরিষদের একটি অন্যতম সদস্য নাট্য সংগঠন। বাঙালির হাজার বছরের সংস্কৃতির প্রতি অবিচল আনুগত্যে স্থির থেকে নিয়মিত নাট্যচর্চার প্রত্যয়ে ১৪ জুলাই ১৯৮৩ মহাকাল নাট্য সম্প্রদায় এর প্রতিষ্ঠা।

প্রতিষ্ঠার পর থেকে অবিরাম নাট্যচর্চায় মহাকাল নাট্য সম্প্রদায় ৩৯টি প্রযোজনা মঞ্চে এনেছে ও ইতোমধ্যে ৩৯টি প্রযোজনার ৯৯৮টি প্রদর্শনী এবং ২টি নাট্য প্রযোজনার শতাধিক মঞ্চায়ন এবং ১টি প্রযোজনার দেড়শততম মঞ্চায়ন সম্পন্ন করেছে। মঞ্চে ৪টি প্রযোজনা নিয়মিতভাবে মঞ্চায়ন অব্যাহত রেখেছে এবং এর মাধ্যমে নাট্য সংগঠন হিসাবে নিজেদের অবস্থানকে সুদৃঢ় করেছে।

প্রতিষ্ঠার গর্বিত কর্মচাঞ্চল্যভরা ৩৫ বছরকে সামনে রেখে মহাকাল নাট্য সম্প্রদায় ১৪ জুলাই শনিবার জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে বিকাল ৫.৩০ টায় আয়োজন করেছে পুনর্মিলনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, কোরিওগ্রাফী, প্রতিষ্ঠাবার্ষিকী সম্মাননা প্রদান ও আলোচনা। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সংস্কৃতিজন গোলাম কুদ্দুছ এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতিমন্ডলির সদস্য নাট্যজন লাকী এনাম। অনুষ্ঠান সঞ্চালন করবেন দলের প্রতিষ্ঠাতা সদস্য কবির আহামেদ এবং সভাপতিত্ব করবেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য এ্যাডভোকেট আফজাল হোসেন। উল্লেখ্য যে, যাদের মেধা-মনন, শ্রম-ঘামে অর্জিত হয়েছে মহাকাল এর গর্বিত ৩৫ বছর মহাকাল এর সেসকল নাট্য সহযোদ্ধাদের এবং মহাকাল এর সম্মানিত উপদেষ্টামন্ডলির সদস্যদের প্রতিষ্ঠা বার্ষিকী সম্মাননা প্রদান করা হবে।

সন্ধ্যা ৭.১৫ টায় পরিবেশিত হবে মহাকাল নাট্য সম্প্রদায় প্রযোজনা দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলাম এর ‘সাপুড়ে’ আশ্রয়ে আনন জামান রচিত এবং ইউসুফ হাসান অর্ক নির্দেশিত মানব প্রেমের অমর উপাখ্যান ‘নীলাখ্যান’ এর ৪১তম মঞ্চায়ন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়