শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৩ জুলাই, ২০১৮, ১১:৪৩ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০১৮, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাখির ডিম ফাটানোয় পাঁচ বছরের শিশুকে বাড়ির বাইরে রাখার নির্দেশ

মনিরা আক্তার মিরা: ভারতের রাজস্থানের বুঁদি জেলায় পাঁচ বছরের একটি মেয়ে খেলতে গিয়ে পাখির ডিম ভেঙে ফেলায় দশ দিন ঘরের বাইরে থাকার শাস্তি দিয়েছে পঞ্চায়েত। বৃহস্পতিবার বিষয়টি সামনে আসার পরই বুঁদির হিন্দোলি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে।

পুলিশ কর্মকর্তা লক্ষ্মণ সিং জানিয়েছেন, ৫ বছর বয়সী প্রথম শ্রেণির ছাত্রী ঘরের মধ্যে তিতিহারি পাখির ডিম নিয়ে খেলতে গিয়ে ফাটিয়ে ফেলে। এই ঘটনাটি জানাজানি হতেই ক্ষিপ্ত হয়ে উঠে পঞ্চায়েতের মাতব্বররা। পঞ্চায়েতের সভায় বিষয়টি গুরুতর অপরাধ বলে বিবেচনা করে শিশুটিকে দশ দিন বাড়ির বাইরে থাকার শাস্তি দেওয়া হয়। গত ২ জুলাই ঘটা এ ঘটনাটির সঙ্গে জড়িত দশ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুঁদি এলাকায় বাস করেন মূলত রেগার সম্প্রদায়ের মানুষজন। তফশিলি জাতিভূক্ত এই মানুষগুলোর কাছে তিতিহারি পাখির আলাদা গুরুত্ব রয়েছে। এই সম্প্রদায়ের মানুষের বিশ্বাস, তিতিহারি পাখি বৃষ্টির বার্তা বহন করে আনে। ঘটনাটি জানাজানি হতেই এর তীব্র নিন্দা করেছে রাজস্থানের মানবধিকার কমিশন। কমিশনের চেয়ারপারসন মানান চর্তুবেদীর বলেন, ‘বিষয়টি খুবই নিন্দনীয়। ঘটনায় জড়িতদের কঠিন শাস্তি হওয়া উচিত’। পাশাপাশি, শিশুটি এবং তার পরিবারের নিরাপত্তার দিকটি নিশ্চিত করার দায়িত্ব পুলিশ ও প্রশাসনের বলেও মন্তব্য করেছেন চর্তুবেদী। আনন্দবাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়