শিরোনাম
◈ তিন মাসের মধ্যে সালাম মুর্শেদিকে বাড়ি ছাড়তে হবে: হাইকোর্ট  ◈ সরকারের হাত থেকে রক্ষা পেতে জনগণকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে: বিএনপি ◈ সরকারের ফাঁদে পা দেইনি, দল ছাড়িনি, ভোটেও যাইনি: মেজর হাফিজ ◈ আমার একটাই চাওয়া স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া: স্বাস্থ্যমন্ত্রী ◈ জিম্মি জাহাজ উদ্ধারে অভিযান নয়, আলোচনা চায় মালিকপক্ষ ◈ বিএনপিকে আমরা কেন ভাঙতে যাবো, প্রশ্ন ওবায়দুল কাদেরের  ◈ হলমার্ক মামলায় তানভীর-জেসমিনসহ ৯ জনের যাবজ্জীবন ◈ রাখাইনে আরো একটি শহর দখল করেছে আরাকান আর্মি ◈ রেস্তোরাঁ মালিক সমিতির অভিযোগ, দেশে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজউক ◈ সিলেটে পিকআপ-লেগুনা সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত : ১৩ জুলাই, ২০১৮, ০৩:৪৯ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০১৮, ০৩:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লর্ড কার্লাইল লন্ডনে ফেরত গেলেও দিল্লিতে আছেন বিএনপির চার নেতা

ইত্তেফাক রিপোর্ট: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্রিটিশ আইনজীবী ও হাউস অব লর্ডসের সদস্য লর্ড কার্লাইলকে দিল্লি বিমানবন্দর থেকে লন্ডনে ফেরত পাঠানো হলেও সেখানে অবস্থান করছেন ঢাকা থেকে যাওয়া বিএনপির একটি প্রতিনিধিদল। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে গতকাল বৃহস্পতিবার দিল্লিতে লর্ড কার্লাইলের একটি সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য বাংলাদেশ থেকে বিএনপির একটি প্রতিনিধি দল নয়াদিল্লি পৌঁছান একদিন আগেই। এর মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির ও হুমায়ুন কবির। তবে বিএনপির পক্ষ থেকে কেউ তাদের ভারত যাওয়ার বিষয়টি স্বীকার করেনি।

দলের একটি সূত্র জানায়, বিএনপির প্রতিনিধিদলটি বেগম জিয়ার মামলার কাগজপত্র এবং হত্যা গুম নির্যাতনের শিকার নেতা-কর্মীদের তালিকা নিয়ে দিল্লি যান। সেখানে সংবাদ সম্মেলনে এগুলো উপস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। বিদেশি সাংবাদিকদের সামনে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতে কীভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ‘মিথ্যা মামলা’য় ফাঁসানো হয়েছে, তা ব্যাখ্যা করতে চেয়েছিলেন তারা। তবে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লর্ড কার্লাইলকে ফেরত পাঠানোর পর তাদের পরিকল্পনা সফল হয়নি।

উল্লেখ্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু এবং বিএনপির আন্তর্জাতিক সম্পাদক হুমায়ুন কবির এক মাস আগে দিল্লি সফর করেন। তারা তখন সেখানকার সরকার ও বিরোধী দলের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়