শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৩ জুলাই, ২০১৮, ০৪:৫৩ সকাল
আপডেট : ১৩ জুলাই, ২০১৮, ০৪:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিশরে দানবাকৃতির সারকোফেগাস খোলার প্রস্তুতি নিচ্ছেন প্রত্নতাত্বিকরা

আসিফুজ্জামান পৃথিল: মিশরের উপকূলবর্তী শহর আলেকজান্দ্রিয়ায় একটি দানবাকৃতির গ্রানাইডের সারকোফেগাস (কফিন) খোলার প্রস্তুতি নিচ্ছেন প্রত্নতাত্বিকরা। কয়েক সহস্রাব্দি পুরাতন একটি সমাধিতে এই সারকোফেগাসটি রয়েছে। একটি নির্মানকাজের সময় এই সমাধিটি আবিষ্কার হয়।

প্রায় ২ মিটার উঁচু এই সারকোফেগাসটি লম্বায় প্রায় ৩ মিটার। আলেকজান্দ্রিয়ায় আবিষ্কৃত সারকোফেগাসের মধ্যে এটি বৃহত্তম। এর পাশেই একটি অ্যালবেস্টারের ভাষ্কর্য পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এই ভাষ্কর্যের ব্যক্তির লাশই সারকোফেগাসটিতে রয়েছে। ধারণা করা হচ্ছে এটি আদি টলেমিক যুগের। এই যুগ ৩২৩ খ্রিস্টপূর্বাব্দে আলেকাজান্ডার দি গ্রেটের মৃত্যুর অব্যহতি পরেই শুরু হয়। মিশরের রপুরাকীর্তি মন্ত্রনালয় এর প্রাচীন মিশরিয় দ্রব্য শাখার প্রধান আইমান আসমাউই বলেন, ‘আমরা আশা করছি এই সমাধীটি সেই সময়ের উচ্চ পর্যায়ের কারো। অ্যালবাস্টার এর মাথাটি দেখে প্রতিভাত হয় এটি আলেকজান্দ্রিয়ার কোন অভিজাত ব্যক্তির। আমরা যখন এটি খুলবো ভেতরের দ্রব্যাদি দেখে আন্দাজ করা যাবে এটি কার এবং তার অবস্থান কি ছিলো।’

তবে এটি খুলার আগে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতে হবে। আসমাউই বলেন, ‘এটাকি সরাসরি খোলা ঝুঁকিপূর্ণ। আমাদের প্রস্তুতি নিতে হবে। এটাকে আস্ত উঠিয়ে জাদুঘরে নিয়ে খোলা একটু কঠিন। এটি মাটির ৫মিটার গভীরে অবস্থিত। এবং পুরো জিনিষটার ওজন ৩০ টন। শুধু ডাকনার ওজনও ১৫ টন।’ সামনের সপ্তাহে একদল প্রকৌশলী সমাধিিট পরিদর্শন করবেন এবং তারা ভারী উত্তোলন সরঞ্জাম বসাবেন। গার্ডিয়ান

  • সর্বশেষ
  • জনপ্রিয়