Skip to main content

ভারতের সেনসেক্স পুঁজিবাজারে পাঁচ মাসে সর্বোচ্চ দরবৃদ্ধি

নূর মাজিদ: বিগত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ দর নিয়ে শেষ হয়েছে ভারতের সেনসেক্স পুঁজিবাজার। যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন, ভারত, ইউরোপিয় ইউনিয়ন, কানাডা ও মেক্সিকোর বাণিজ্য উত্তেজনা শুরুর পর থেকেই এশিয়ার বিভিন্ন পুঁজিবাজার নিম্নমুখী ছিলো। কিন্তু, চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ প্রকাশ্য রুপ নেবার এক সপ্তাহের মাঝেই গত বৃহস্পতিবার ঘুরে দাঁড়ায় ভারতের সেনসেক্স পুঁজিবাজার । এদিন বিশেষ করে অর্থনৈতিক লগ্নিকারী প্রতিষ্ঠান এবং জ্বালানী কোম্পানিগুলোর শেয়ারের দর বৃদ্ধি পায়। বিশেষ করে, কর্পোরেট প্রতিষ্ঠানগুলো থেকে বিনিয়োগকারীদের অর্জিত অধিক মুনাফা এবং এশিয়ার অন্যান্য পুঁজিবাজারের আংশিক উত্থানে মুম্বাই স্টক এক্সচেঞ্জের সূচকের উন্নতি ঘটে। সেনসেক্স এর অধীনে মুম্বাইতে রয়েছে দুটি পুজিবাজার। এর একটি হলো বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) এবং অপরটি হলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই), যা ভারতের বৃহত্তম ও আধুনিকতম পুঁজিবাজার হিসেবেই পরিচিত। বৃহস্পতিবার বৃহত্তম সেনসেক্স এনএসই সূচক .৯৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ১১০৫৩.৩০ পয়েন্টে এসে দাঁড়ায়। একই সময় মুম্বাইয়ের অপর পুঁজিবাজার বিএসই সূচক .৯৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৬,৬০৫ পয়েন্ট অর্জন করে। অবশ্য দিনের শুরতেই এদিন মুম্বাইয়ের পুঁজিবাজার দুটিতে সূচকের নাটকীয় উল্লফন ঘটেছিলো। দিনের শুরুতে এনএসই সূচক ১ শতাংশ বেশী বৃদ্ধি নিয়ে লেনদেন শুরু করে। অন্যদিকে বিএসই বাজারের কার্যদিবস শুরু করে ৩৬,৬১২ পয়েন্ট নিয়ে। যা ছিলো বিগত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ দরবৃদ্ধির রেকর্ড। এদিন বাজারে দরবৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং এইচডিএফসি ব্যাংক। তাদের শেয়ারের মুল্যমান যথাক্রমে ৪.৭ এবং ১.২ শতাংশ বৃদ্ধি পেয়ছে। এছাড়াও, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন এবং ইন্ডিয়ান ওয়েল কর্প লিমিটেডের শেয়ারের মূল্য ৪.০ শতাংশ বৃদ্ধি পায়। ফিনান্সিয়াল এক্সপ্রেস

অন্যান্য সংবাদ