শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১২ জুলাই, ২০১৮, ০২:৩০ রাত
আপডেট : ১২ জুলাই, ২০১৮, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আল মাহমুদ শুধু বাংলাদেশের নয়, সমগ্র বিশ্বের অন্যতম প্রধান কবি’

ইমতিয়াজ মেহেদী হাসান : পশ্চিম আকাশে তখন সূর্য হেলে পড়েছে। গোধূলির আবছা আলোয় পাখিরা নীড়ে ফেরার প্রস্তুতিতে বিভোর-এমন সময় যাওয়া হলো কবি আল মাহমুদের রাজধানীর বাসভবনে। সমস্ত বাসা লোকারণ্য। আত্মীয়-স্বজন, শুভকাঙ্খী কে নেই সেখানে। সবাই এসেছেন প্রিয় কবি-মানুষকে ৮৩তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে।

সকাল থেকেই কবির মগবাজারের বাসভবনে আল মাহমুদ ফাউন্ডেশন ও ফেসবুক ফ্যানপেজ প্রিয় আল মাহমুদের যৌথ আয়োজনে ঘরোয়া পরিবেশে এ জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাঈদ চৌধুরী রচিত আল মাহমুদের সাক্ষাতকারভিত্তিক গ্রন্থ ‘কালজয়ী কবিতার ¯্রষ্টা আল মাহমুদ’ মোড়ক উন্মোচিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন আল মাহমুদ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আবিদ আজম।

প্রায় নির্বাক কবি আল মাহমুদ জন্মদিনের শুভেচ্ছার জবাব দিতে গিয়ে অনেক চেষ্টা করেও কিছুই বলতে পারলেন না। অস্ফুটভাকে শুধু বললেন, ‘বন্ধুগণ শুভেচ্ছা’।

আল মাহমুদকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে আসেন কবি জাহাঙ্গীর ফিরোজ, জাকির আবু জাফর, শাহীন রেজা, সাহিত্যিক সাঈদ চৌধুরী, আরজে জহিরুল ইসলাম টুটুল, ফেরদৌস সালাম, বাচিকশিল্পী মাহবুব মুকুল, কথাশিল্পী রাফিক হারিরি, কবি সাকিরা পারভীন প্রমুখ।

তারা বলেন, আল মাহমুদ শুধু বাংলাদেশের নয়, সমগ্র বিশ্বের অন্যতম প্রধান কবি। তার কবিতায় দেশমাতৃকার প্রতি শ্রদ্ধাবোধ ও মানবিক সকল আবেগ উঠে এসেছে। তার এই সাহিত্যকর্মকে সারা বিশ^ময় ছড়িয়ে দিতে হবে। সে সঙ্গে একজন ভাষা সংগ্রামী ও মুক্তিযোদ্ধা হিসেবে আল মাহমুদকে স্বাধীনতা পুরস্কার প্রদানের পাশাপাশি তাঁর জন্মদিনকে (১১ জুলাই) বাংলা কবিতা দিবস হিসেবে ঘোষণা দেওয়ার দাবি জানান তারা।

জন্মদিনে কবিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় স্টামফোর্ড ইউনিভার্সিটি সাহিত্য ফোরাম, বাংলাদেশ কালচারাল একাডেমি, রেডিও টুডে, সাহিত্য সাংস্কৃতিক কেন্দ্র, প্রাইম ভিশন অনলাইন টেলিভিশন, নবধারা, কবি এবং কবিতা, ফুলকুঁড়ি, ন্যাশনাল ফ্রেন্ডশীপ সোসাইটি সহ বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন।

অনুষ্ঠানে জানানো হয়, কবি আল মাহমুদের জন্মদিন উপলক্ষে প্রকাশনা সংস্থা ঐতিহ্য থেকে অচিরেই বের হতে যাচ্ছে ১৪ খন্ডে আল মাহমুদ রচনাবলী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়