Skip to main content

প্রধান শেয়ারবাজারের লেনদেন ৮ মাসের মধ্যে সর্বোচ্চ

ফয়সাল মেহেদী: পুঁজিবাজার মুখী হতে শুরু করেছেন পুঁজিপতিরা। তাদের সক্রিয়তায় ঘুরে দাঁড়াচ্ছে দেশের উভয় শেয়ারবাজার। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের পাশাপাশি উভয় শেয়ারবাজারে লেনদেনের পরিমাণ বেড়েছে। এদিন ৮ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আগের দিনের তুলনায় অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে বেড়েছে ৭২ কোটি টাকা। আলোচ্য দিনে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক অর্ধশত পয়েন্ট এবং সিএসইর সাধারণ মূল্যসূচক ৯০ পয়েন্টেরও বেশি বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। প্রাপ্ত তথ্যানযায়ী, বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৯০২ কোটি ৮৩ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট। বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৭৪১ কোটি ২২ লাখ ৭৪ হাজার টাকা। এর আগে ২০১৭ সালের ২৭ নভেম্বর লেনদেন হয়েছিল ৯২৮ কোটি টাকা। অপর শেয়ারবাজার সিএসইতে ১৩৫ কোটি ৯৫ লাখ ৭২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৩ কোটি টাকার শেয়ার ও ইউনিট। সেই হিসাবে সিএসইতে লেনদেন বেড়েছে ৭২ কোটি টাকা। এদিন ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৩৬২.২৮ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ডিএসইএস ১৫.৮৪ পয়েন্ট বেড়ে ১২৬১.৩২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৩.৮৯ পয়েন্ট বেড়ে ১৯২৬.৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে সিএসইর সাধারণ মূল্যসূচক সিএসসিএক্স ৯০.৫৪ শতাংশ বেড়ে ৯৯৮৩.৯৬ পয়েন্টে অবস্থান করেছে। আর সিএএসপিআই সূচক ১৪৩.১৯ পয়েন্ট বেড়ে ১৬৫০৪.৮৪ পয়েন্টে, সিএসআই ১১.৯২ পয়েন্ট বেড়ে ১১২১.৭৫ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৭.২৭ পয়েন্ট বেড়ে ১২১৩.৯৭ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৯১.৯২ পয়েন্ট বেড়ে ১৪৮৩০.৭৩ পয়েন্টে অবস্থান করেছে। আলোচ্য দিনে ডিএসইতে ৩৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মোট ২০ কোটি ৭৯ লাখ ৬১ হাজার ৬৮৪টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর বেড়েছে। আর কমেছে ১০৭টির এবং অপরিবর্তীত ছিল ৪০টির শেয়ার ও ইউনিটদর। আর সিএসইতে ২৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ১ কোটি ৬৫ লাখ ৫৪ হাজার ৮৭৩টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর বেড়েছে। বিপরীতে কমেছে ৭১টির এবং অপরিবর্তীত ছিল ২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর। দিন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৮৬ হাজার ৩৯৫ কোটি ২৮ লাখ ২০ হাজার টাকা। আর সিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ১৬ হাজার ২৮২ কোটি ৫৭ লাখ টাকা।