শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ০১ জুলাই, ২০১৮, ০৮:২২ সকাল
আপডেট : ০১ জুলাই, ২০১৮, ০৮:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরণার্থী হওয়ার কষ্ট আমি বুঝি: মার্ক ফিল্ড

ডেস্ক রিপোর্ট: উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ কার্যালয়ের এশিয়া ও প্রশান্ত অঞ্চল বিষয়ক প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড। গতকাল শনিবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে বিকেলে মধুরছড়া ব্র্যাক শিশুবান্ধব কেন্দ্রে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, ‘রোহিঙ্গা সমস্যা এখন আন্তর্জাতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তাই আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে একাত্ম হয়ে যুক্তরাজ্যের সরকার এ সমস্যার স্থায়ী সমাধানে কাজ করছে। মিয়ানমারের ওপর চাপ প্রয়োগে নয়, শান্তিপূর্ণ আলোচনায় এর সমাধান চায় যুক্তরাজ্য। রোহিঙ্গা প্রত্যাবাসনে একটু সময়ক্ষেপণ হলেও, আন্তরিকভাবে নাগরিক সম্মান দিয়েই যেন তাদের প্রত্যাবাসন করা হয় এটাই আমাদের মূল উদ্দেশ্য।’

বক্তব্যের এক পর্যায়ে আবেগাপ্লুত হয়ে মার্ক ফিল্ড বলেন, ‘আমার মা-ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শরণার্থী ছিলেন। তাই শরণার্থী হওয়া যে কত দুঃসহ ও বেদনাদায়ক, তা আমি মর্মে মর্মে উপলব্ধি করতে পারি। এ কারণে রোহিঙ্গাদের জন্য আমার মায়া হয়।’

এর আগে বেলা ১২টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডি-৫ ব্লকে মার্ক ফিল্ড পৌঁছলে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও ক্যাম্পে কর্মরত এনজিও সংস্থার প্রতিনিধিরা তাকে অভ্যর্থনা জানান। পরে মার্ক ফিল্ড মধুরছড়া শিশুবান্ধব কেন্দ্র, আরটিএমএর স্বাস্থ্য কেন্দ্র ও ব্র্যাকের তথ্য কেন্দ্র ঘুরে দেখেন এবং রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় ব্র্র্যাকের তথ্য কেন্দ্রে নির্যাতিত বেশ কয়েকজন রোহিঙ্গা নারী-পুরুষের সঙ্গে তিনি কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন। সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়