শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ০১ জুলাই, ২০১৮, ০৭:০৯ সকাল
আপডেট : ০১ জুলাই, ২০১৮, ০৭:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরীয় সীমান্তের নিয়ন্ত্রণ নিয়েছে ইরাকি সামরিক বাহিনী

ডেস্ক রিপোর্ট : সিরিয়ার সঙ্গে প্রায় ৬০০ কিলোমিটার সীমান্তের নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরাকের সামরিক বাহিনী। শনিবার সীমান্ত এলাকা পরিদর্শনের সময় ইরাকি বর্ডার গার্ডের কমান্ডার হামিদ আল হুসেইনি সাংবাদিকদের বলেন, ইরাকের মধ্যে আরও কেউ অনুপ্রবেশ করতে পারবে না। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

হামিদ আল হুসেইনি আরও বলেন, ইতোমধ্যে উত্তরের আনবার প্রদেশে ইরাক-সিরিয়া-জর্ডান ত্রিকোণ সীমান্ত থেকে কাইম শহরের ইউফ্রাতেস নদীর উত্তর পর্যন্ত কাঁটাতারের বেড়া স্থাপন করা হয়েছে।

ইরাকি কর্মকর্তারা আগেই জানিয়েছিল তারা সীমান্তে বৈদ্যুতিক কাঁটাতারের বেড়া স্থাপনসহ বিশেষ নজরদারির জন্য পর্যবেক্ষণ টাওয়ার স্থাপন করবে। এছাড়া এসব এলাকায় ক্যামেরা যুক্ত করার মাধ্যমে দিনের বেলায় অনুপ্রবেশের ঘটনা ঘটলে তা শনাক্ত করা হবে।

২০১৪ সালের মাঝামাঝি থেকে ২০১৬ সালের মাঝামাঝি পর্যন্ত মসুল থেকে আনবার পর্যন্ত সীমান্ত জঙ্গিগোষ্ঠী আইএসের নিয়ন্ত্রণে ছিল। তার আগে আইএসের ক্রমাগত আক্রমণের ফলে সেখান থেকে ইরাকি সেনা প্রত্যাহার করা হয়েছিল। আইএস এখনও সিরিয়ার ভেতরে কিছু অংশের নিয়ন্ত্রণ করছে। এর কিছু অংশ ইরাকের আল বুকামাল এলাকার সীমান্তের সঙ্গেও আছে।

বাগদাদ বলছে, সিরীয় সীমান্ত অতীতে আল কায়েদার সন্ত্রাসীদের জন্য প্রবেশপথ ছিল। পরে তারই কিছু পথ আইএস সদস্যরা ব্যবহার করতো।

গত ডিসেম্বরে ইরাকে আইএসের উপস্থিতি নেই বলে ঘোষণা দেয় সরকার। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের অভিযানের মাধ্যমে তাদের ধ্বংস করা হয়েছে। তবে তারপরও মাঝে মাঝে আইএসের গোপন সদস্যদের বিরুদ্ধে অভিযানের কথা বলে আসছে ইরাকি কর্মকর্তারা।

সূত্র : বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়