শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০১ জুলাই, ২০১৮, ০৫:০৪ সকাল
আপডেট : ০১ জুলাই, ২০১৮, ০৫:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র থেকে তেল আমদানী বৃদ্ধি করছে জাপান

শেখ নাঈমা জাবীণ: যুক্তরাষ্ট্র থেকে অপরিশোধীত তেল ক্রয়ের উপর জোর দিচ্ছে জাপানের তেল পরিশোধনকারীরা। ইরানের থেকে তেল আমদানি বন্ধে যুক্তরাষ্ট্রের আহ্বানের প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে জাপান।

২০১৭ সালে যুক্তরাজ্যের সাথে জাপানের বানিজ্য উদ্বৃত্ত ছিল ৬৩ বিলিয়ন ডলার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বানিজ্য উদ্বৃত্ত কমাতে জাপানকে ক্রমাগত চাপ দিয়ে আসছিলেন। মূলত ট্রাম্পকে খুশি করতেই যুক্তরাষ্ট্র থেকে জাপানের জেএক্সটিজি, জাপান্স বিগেস্ট এর মতো বড় বড় প্রতিষ্ঠাণগুলো তেল ক্রয় বৃদ্ধির এ নতুন সিদ্ধান্ত গ্রহন করেছে।

থমসন রয়টার্স আইকন শিপিংয়ে’র বাণিজ্য তথ্য ও বিভিন্ন সূত্র অনুযায়ী, জুন এবং সেপ্টেম্বরের মধ্যে বিশ্বের চতুর্থ সর্ববৃহৎ তেল আমদানিকারক দেশ জাপানে মার্কিন অপরিশোধিত প্রায় ৪ মিলিয়ন ব্যারেল তেল পৌঁছানোর অপেক্ষায় রয়েছে।

দেশটির অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, আগামী বছরের মে মাসের মধ্যে আমদানিকৃত ১৬.৮১ বিলিয়ন মূল্যের প্রায় ২.৪ মিলিয়ন ব্যারেল যুক্ত হবে।

তবে ২০১৭ সালে যুক্তরাষ্ট্র থেকে জাপান দিনে গড়ে যে পরিমান অপরিশোধিত তেল আমদানি করেছিলো তা জাপানের মোট আমদানি ৩.২ মিলিয়ন ব্যারেলের তুলনায় এখনো কম। সাধারনত মার্কিন যুক্তরাষ্ট্রে তেলের দাম কমলে জাপানের যুক্তরাষ্ট্র থেকে অপরিশোধিত তেল কেনার প্রবনতা বেড়ে যায়। আরব নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়