শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০১ জুলাই, ২০১৮, ০২:৫৬ রাত
আপডেট : ০১ জুলাই, ২০১৮, ০২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদায়ী অর্থবছরে শেয়ারবাজারের বাজার মূলধনে রেকর্ড

ফয়সাল মেহেদী: সার্বিক সূচক কমলেও সদ্য বিদায়ী অর্থবছরে বাজার মূলধনে রেকর্ড গড়েছে দেশের শেয়ারবাজার। ২০১৭-১৮ অর্থবছরের ৩ জানুয়ারি প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন দাঁড়ায় ৪ লাখ ২৮ হাজার ৫০৯ কোটি ৫৪ লাখ টাকায় এবং যা বাংলাদেশের শেয়ারবাজারের ইতিহাসে সর্বোচ্চ।

এদিকে অর্থবছর শেষে অর্থাৎ ২৮ জুন বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৮৪ হাজার ৭৩৫ কোটি টাকা। যা এর আগের অর্থবছর (২০১৬-১৭) শেষে ছিল ৩ লাখ ৮০ হাজার ১০০ কোটি টাকা। অর্থাৎ আগের অর্থবছরের তুলনায় ২০১৭-১৮ অর্থবছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১.২২ শতাংশ বা ৪ হাজার ৬৩৫ কোটি টাকা। এই অর্থবছরে ডিএসইর সর্বনিম্ন বাজার মূলধন ছিল ৩ লাখ ৭৬ হাজার ৮২৩ কোটি টাকা।

ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান বলেন, দীর্ঘ কর্মকান্ডের পর বিশ্বের অন্যতম স্টক এক্সচেঞ্জ চীনের সাংহাই স্টক এক্সচেঞ্জ ও শেনজেন স্টক এক্সচেঞ্জের কনসোর্টিয়াম ডিএসইর কৌশলগত অংশীদার হিসেবে চুক্তিবদ্ধ হওয়ায় ডিএসই এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এতে কৌশল ও কারিগরি সহায়তার ক্ষেত্রে ডিএসই আরও একধাপ এগিয়ে যাবে বলে আশা করা যায়।

বাজার সম্পর্কে তিনি বলেন, আগের বছরের তুলনায় লেনদেন ও সূচক সামান্য কমলেও বাজার মূলধন বৃদ্ধি পেয়েছে। ফলে শেয়ারবাজারের ভিত পূর্বের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশী শক্তিশালী ও মজবুত হয়েছে।

তিনি আরও বলেন, ভালো মৌলভিওি সম্পন্ন কোম্পানি ও নতুন পণ্য বাজারে যুক্ত করে দেশের শেয়ারবাজারকে বৈচিত্রময় বিনিয়োগের কেন্দ্র হিসেবে গড়ে তুলে দেশী বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করাই ডিএসইর এখন প্রধান লক্ষ্য।

এদিকে ২০১৭-১৮ অর্থবছরের মে মাসে ডিএসইর বাজার মূলধন বা মার্কেট ক্যাপিটালাইজেশন টু জিডিপির অনুপাত দাঁড়ায় ১৬.১২ শতাংশ। পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় যা অনেক কম। থাইল্যান্ড (এসই) মার্কেট ক্যাপিটালাইজেশন টু জিডিপির অনুপাত ১১৪.১৮ শতাংশ, ইন্ডিয়া (বিএসই) ৭৭.৪১ শতাংশ, পাকিস্তান (কেএসই) ২৫.৪১ শতাংশ, কলম্বো (এসই) ২০.২৯ শতাংশ, টোকিও এসই ১২০.৩৭ শতাংশ, সিঙ্গাপুর এক্সচেঞ্জ ২২৯.২২ শতাংশ, ফিলিপাইন এসই ৭৭.৩০ শতাংশ এবং মালোয়শিয়া (বুরসা মালোয়শিয়া) ১১৯.৮৬ শতাংশ।

ডিএসইর মতে, মার্কেট ক্যাপিটালাইজেশন টু জিডিপির অনুপাত বৃদ্ধির জন্য ভালো মৌল ভিওি সম্পন্ন কোম্পানির তালিকাভুক্তি বড়ানো জরুরী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়