শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০১ জুলাই, ২০১৮, ০২:০৪ রাত
আপডেট : ০১ জুলাই, ২০১৮, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এয়ারফোর্স ওয়ানে বসেই ভুয়া কল পেলেন ট্রাম্প

 

নূর মাজিদ: মার্কিন প্রেসিডেন্টের বিশেষ বিমানের আনুষ্ঠানিক নাম 'এয়ারফোর্স ওয়ান'। পারমাণবিক যুদ্ধের মাঝেও প্রেসিডেন্টকে নিয়ে নিরাপদে আকাশে উড়তে সক্ষম করেই তৈরি করা হয় এই বিশেষ বিমান। যেখানে রয়েছে আধুনিক যোগাযোগ প্রযুক্তির সব সেরা সমন্বয়। তবে এতো কিছুর পরেও নিরাপদে থাকলেন না প্রেসিডেন্ট ট্রাম্প। শনিবার যুক্তরাষ্ট্রের 'তোতলা জন' খ্যাত কৌতুকাভিনেতা প্রেসিডেন্ট ট্রাম্পকে এয়ারফোর্স ওয়ানে ফোন করে রসিকতা করেছেন বলে জানায় বিবিসি।

'তোতলা জন' এর আসল নাম জন মেলেন্দেজ। তিনি একজন ল্যাতিন-ডাচ বংশোদ্ভূত মার্কিন নাগরিক। বিবিসি'কে জন জানান, প্রেসিডেন্টের কম্যিউনিকেশন চ্যানেলে ফোন করে তিনি নিজেকে নিউ জার্সির সিনেটর বব মেনেন্ডেজ বলে পরিচয় দেন। উল্লেখ্য, বব মেনেন্ডেজ নিউ জার্সির ডেমোক্র্যাট দলীয় একজন প্রভাবশালী সিনেটর। তিনি ট্রাম্পের আগে থেকেই যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন সংস্কারের দাবী জানিয়ে আসছেন এবং ট্রাম্পের অভিবাসন আইনের তিনি একজন ঘনিষ্ঠ সমর্থক বলেই পরিচিত।

এসময় তিনি তাদের বলেন, ইতোপূর্বে তিনি ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে 'একটি জরুরী বিষয়ে' আলাপ করেছেন কিন্তু এবার তিনি বিষয়টি নিয়ে সরাসরি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে চান। এসময় তিনি আরো বলেন, এই বিষয়ে তিনি ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সহকারী হিসেবে কাজ করছেন। এরপরেই তাকে সরাসরি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবার সংযোগ দেয়া হয়।

এরপর, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে নিজের কথোপকথন রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যম 'পোডকাস্টে' আপলোড করেন জন। ঐ রেকর্ডিং'য়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে সিনেটর মেনেন্ডেজকে অভিবাদন জানাতে শোনা যায়। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়