শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ০১ জুলাই, ২০১৮, ০১:৩১ রাত
আপডেট : ০১ জুলাই, ২০১৮, ০১:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রবণ প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও রুশ যুবকের বিস্ময় জাগানিয়া নৃত্য

আহমেদ জাবের চৌধুরী ঃ বধির আন্দ্রে ড্রাগুনোভ এর স্কুল বন্ধু বলেছিল,সে কখনও সফল হবে না।এখন তিনি আন্তর্জাতিক চ্যাম্পিয়ন।রাশিয়ান নৃত্যশিল্পী আন্দ্রে ড্রাগুনোভ বধির হয়েও নৃত্যে অসধারন সফলতা অর্জন করেছেন।

আন্দ্রে ড্রাগোনোভ বলেন,যদি তোমার লক্ষ্য থাকে তোমার চেষ্টা করা উচিত।সর্বোচ্চটা দিয়ে এবং এটা ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে।ইন্টারনেটে ভিডিও দেখে এন্দ্রে ড্রাগোনোভ নিজের মত করে নাচ শেখেন।প্রথমে নাচের বিষয়টিকে তিনি গুরুত্ব দেননি। নাচ তার কাছে একটি শখের বিষয় ছিল। কারণ তিনি জানতেন, যারা শ্রবণ প্রতিবন্ধি তাদের জন্য নাচ শেখা সহজ বিষয় নয়। বিশেষত এই ধরণের মানুষকে সঙ্গীতের সম্পর্কে না জেনেই তাল মিলিয়ে নাচ পরিবেশন করতে হয়।

তবে, এতো বড় বাঁধার পরেও নিষ্ঠার সঙ্গে ১১ বছর ধরে নাচের অনুশীলন করে গেছেন আন্দ্রে। বর্তমানে তিনি নেচেই জীবিকার্জন করেন। কিছুদিন আগে আন্দ্রে এবং তার দল ইউরোপীয়ান হিপ-হপ প্রতিযোগিতায় দ্বিতীয় অবস্থান লাভ করে এবং হিপহপ নাচের বিশ্বকাপে ৯০টি দলের মধ্যে পঞ্চম স্থান লাভ করে। সেখানে প্রতিযোগীদের মধ্যে তিনিই একমাত্র বধির।

কিন্তু আপনি কিভাবে সুর ব্যতীত নাচেন?এমন এক প্রশ্নে ইঙ্গিত করে আন্দ্রে ইঙ্গিতে বুঝিয়ে বলেন, যদি বধিররা ডিস্কো যায়,তারা সুর শুনতে পায় না। কিন্তু তারা মেঝের কম্পন অনুভব করে। আর এভাবেই তিনি কম্পনের মাধ্যমে সুরের সঙ্গত বোঝার বিষয়টি রপ্ত করে ফেলেছেন।

আন্দ্রে ড্রাগুনোভ এখন একটি নাচের কর্মশালা আয়োজন করেন।তিনি বঞ্চিত পরিবারের শিশুদেরকে নাচ শেখাচ্ছেন। এই কাজটি করতে তিনি দারুণ ভালোবাসেন। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়