শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ৩০ জুন, ২০১৮, ১১:২৮ দুপুর
আপডেট : ৩০ জুন, ২০১৮, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে পৃথক সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত, আহত ১৫

জাহিদুল কবীর মিল্টন, যশোর: যশোরের মণিরামপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় এক নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। মণিরামপুর পৌর শহরের যশোর-সাতক্ষীরা মহাসড়কের থানা মোড় নামক স্থানে সাতক্ষীরাগামী একটি পন্যবাহী ট্রাক শাহিদা বেগম (৫০) নামের এক পথচারীকে চাপা দেয়। এতে তিনি ট্রাকের টায়ারের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। নিহত শাহিদা বেগম উপজেলার মাছনা গ্রামের আব্দুল খালেকের স্ত্রী।

নিহতের স্বজন আক্তার হোসেন জানান, শনিবার বেলা ১২টার দিকে শাহিদা বেগম মেয়ের জামাই বাড়ি উপজেলার হাজরাকাঠি গ্রাম থেকে নিজ বাড়ি ফেরার পথে পৌর শহরের থানা মোড়ে পৌঁছুলে রাস্তা পারাপারের সময় পন্যবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। মণিরামপুর থানা পুলিশ ঘাতক চালককে আটক ও ট্রাকটিকে থানায় জব্দ করেছে।

অপরদিকে, শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার মণিরামপুর-নওয়াপাড়া সড়কের জয়নগর মোড় নামক স্থানে একটি যাত্রীবাহী ট্রেগার (ইঞ্জিন চালিত মিনি বাস) চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ওই ট্রেগারে থাকা নারী ও শিশুসহ অন্ততঃ ১৫ জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে স্থানীয় মণিরামপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ভর্তিকৃত আহতরা হলেন নন্দিনী মন্ডল, বিবেক মন্ডল, বিশ্বজিত দাস, সন্যাসী দাস, রাজু হোসেন, মোহাম্মদ আলী, তহমিনা খাতুন, সাজিদা খাতুন, আবুল কালাম ও বজলুর রহমান। আহত অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং গুরুতর আহত আবুল কালামকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়