শিরোনাম
◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে: ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী 

প্রকাশিত : ৩০ জুন, ২০১৮, ১১:২৬ দুপুর
আপডেট : ৩০ জুন, ২০১৮, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিবাহবার্ষিকীতে ফ্রান্সের বিরুদ্ধে কেমন খেলবেন মেসি!

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ। হারলেই বিদায়, জিতলেই কোয়ার্টার ফাইনাল। এমন কঠিন সমীকরণকে সামনে রেখে কাজানে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামছে মেসিরা। এমন দিনে হয়তো একটু খুশি মন নিয়েই মাঠে নামবেন ‘লা পুলগা’। কেননা, আজ মেসি এবং তার স্ত্রীর আন্তনেল্লা রোকুজ্জার প্রথম বিবাহবার্ষিকী।

২০১৭ সালের ৩০ জুন মেসির শহর রোজারিওতে পারিবারিকভাবে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মেসি ও আন্তনেল্লা। ছোটবেলা থেকে একে অপরকে খুব ভালোভাবে চিনতেন। বিয়ের আগে দুই ছেলে সন্তান থিয়াগো ও মাত্তেওর মা হন আন্তনেল্লা। ছেলেকে সঙ্গে নিয়েই বিয়ের অনুষ্ঠানে দেখা যায় তাদের।
মেসির তিন সন্তানের মা আন্তনেল্লা ইতোমধ্যেই ফ্রান্সের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে রাশিয়ার কাজানে পৌঁছে গেছেন। হয়তো, এই ম্যাচ জিতে বিবাহবার্ষিকীর দিনটাকে আরো সুন্দর করতে চাইবেন মেসিও।

২২ বছর আগে রোজারিওতে ৯ বছর বয়স্ক মেসি ও ৮ বছর বয়স্ক আন্তনেল্লার পরিচয় হয় নিওয়েলসে। সেখান থেকেই মেসির বন্ধু লুকাস স্কালিয়ার মাধ্যমে আন্তনেল্লার বন্ধু হয়ে যান তিনি। ২০০৮ সালে বার্সেলোনায় আবারো দেখা হয় তাদের এবং তখন থেকেই তাদের প্রণয় বেড়ে চলে।

২০১০ সালে প্রথম সন্তান থিয়াগোর মা হন আন্তনেল্লা। ২০১৫ সালে দ্বিতীয় সন্তান মাত্তেও আসে। চলতি বছরের মার্চে তৃতীয়বারের মত মা হন তিনি। তিন সন্তাানকে নিয়েই বিশ্বকাপ দেখতে এসেছেন আন্তনেল্লা রোকুজ্জা ও মেসির পরিবার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়