শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ৩০ জুন, ২০১৮, ১১:১৫ দুপুর
আপডেট : ৩০ জুন, ২০১৮, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ তরুণ ও কর্মক্ষমের দেশ: কর্মসংস্থান অধিদপ্তরের মহাপরিচালক

মো.ইউসুফ আলী বাচ্চু: বাংলাদেশ একটি তারুণ্যে ভরা দেশ, কর্মক্ষমের দেশ। যেদেশের প্রায় বেশির ভাগ জনগোষ্ঠি তরুণ। আর একমাত্র তরুণরাই দেশ গড়ার কারিগার। শনিবার দুপুরে জব প্লেসমেন্ট সেমিনারে বাংলাদেশ কোরিয়া কারিগারি প্রশিক্ষণ ট্রেনিং সেন্টারের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে জনশক্তি ও কর্মসংস্থান অধিদপ্তরের মহাপরিচালক মো. সেলিম রেজা একথা বলেন।

তিনি বলেন, একটি দেশের সমাজ ব্যবস্থা, সংস্কৃতি, শিল্প, দেশের উন্নয়ন নির্ভর করে সে দেশের তরুণ, দক্ষ জনগোষ্ঠির ওপর। সেদিক থেকে বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে। কারণ এ দেশের প্রায় বেশির ভাগ জনগোষ্ঠি তরুণ। এদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শক্তিতে রূপান্তর করতে পারলেই উন্নয়নের বিপ্লব ঘটবে।

মহাপরিচালক বলেন, আমাদের প্রধানমন্ত্রী দক্ষ জনশক্তি প্রয়োজনীয়তা উপলব্ধি করে গত মন্ত্রিসভায় ‘স্কীল ডেবলপমেন্ট’ অথরিটি বিল পাশ হয়েছে। দেশে বিদেশে আমাদের যে দক্ষ জনশক্তি প্রয়োজন তার বিবেচনায় এই অথরিটি কাজ করবে এবং দক্ষ জনশক্তি তৈরিতে একটি ব্যাপক ফান্ড হবে যাতে এই সেক্টরকে বিশ্বমানের করা যায় সে লক্ষে কাজ করবে। পাশাপাশি আমরা প্রাইভেট সেক্টরের সাথেও একসাথে কাজ করতে চাই। কারণ জিডিপির ৮০ ভাগ আসে প্রাইভেট সেক্টর থেকে। আমাদের কাজই হল প্রাইভেট সেক্টরকে সহযোগীতা করা।

তিনি আরো বলেন, বাংলাদেশে বর্তমানে ৯০ লক্ষ পরিবার দরিদ্রসীমার নিচে বাস করছে। আমরা যদি প্রতিটি পরিবার থেকে একজন ছেলে এবং মেয়েকে দক্ষ করে দেশে বিদেশে যদি কর্মসংস্থান করতে পারি তাহলে এদেশ থেকে দরিদ্র দুর করতে পারব। গত বছর আমরা আমাদের দেশ থেকে ১ মিলিয়ন লোককে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেছি।

স্ট্যান্ডার্ড গ্রুপের মানব সম্পদ উন্নয় কর্মকর্তা আশ্রাফুল ইসলাম বলেন, কোরিয়া কারিগারি প্রশিক্ষণ ট্রেনিং সেন্টারের অনেক উচ্চমানের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। তবে কোর্সের সময় যদি আরো কমিয়ে আনা যায় তাহলে খরচের পরিমাণ কম হবে।

বিডি জবসের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা প্রকাশ রায় চৌধুরী বলেন, আমাদের নিজস্ব কল সেন্টার রয়েছে। এর মাধ্যমে অতি সহজে একজন চাকুরী প্রাথী ১৬৪৭৯ এ কল করে তার চাহিদা অনুযায়ী আবেদন করতে পারবেন। এবং কাঙ্খিত সেবা পেতে পারে।

পান্না গ্রুপের মহাব্যবস্থাপক প্রকৌশলী রফিকুল ইসলাম খান বলেন, বাংলাদেশের বাজারে যে ব্যাটারির চাহিদা রয়েছে দু-একটি কোম্পানী ছাড়া সবগুলো কোম্পানীর ব্যাটারিতে ব্যবহৃত কন্টেইনার আমরা সরবারাহ করে থাকি। আগে যা মালয়েশিয়া থেকে আমদানী করতে হতো। কোরিয়া কারিগারি প্রশিক্ষণ ট্রেনিং সেন্টার থেকে আমাদের কোম্পানী দক্ষ কর্মী নিতে আগ্রহী।

ওয়ালটন গ্রুপের প্রধান মানব সম্পদ কর্মকর্তা এস এম নাসির উদ্দিন বলেন, ওয়ালটন গ্রুপ একমাত্র কোম্পানী যারা কারিগারি উৎপাদনমুখী কাজ করে থাকে, আমরাই প্রথম দেশে মোবাইল উৎপাদন করে থাকি। পাশাপাশি ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন করে থাকি। আমাদের কাজের জন্য প্রচুর দক্ষ কারিগরি জনশক্তি প্রয়োজন। এক্ষেত্রে কোরিয়া কারিগারি প্রশিক্ষণ ট্রেনিং সেন্টার দক্ষ জনশক্তি তৈরি করছে তা আমাদের জন্য ইতিবাচক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়