শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ৩০ জুন, ২০১৮, ০৫:০৭ সকাল
আপডেট : ৩০ জুন, ২০১৮, ০৫:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্দেশ অমান্য করায় বিএনপির মেয়র প্রার্থী বহিষ্কার

ডেস্ক রিপোর্ট : বিএনপির মেয়র প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল করিম অটলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের নিদের্শ অমান্য করে টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের পক্ষ থেকে।

শুক্রবার কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় নির্দেশ অমান্য করে বাসাইল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল করিম অটল প্রার্থীতা প্রত্যাহার না করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগ পাওয়া যায়। তাই দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক তাকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

বাসাইল পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী এনামুল করিম অটলকে গণতন্ত্র উদ্ধার ও দেশের বৃহত্তর জাতীয় স্বার্থে দলীয় প্রার্থী থেকে ২৬ জুন প্রত্যাহার করা করে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম এর কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী রাহাত হাসান টিপুকে সমর্থন দিয়ে জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা তার পক্ষে নির্বাচনী প্রচার শুরু করেন। কিন্তু দলীয় নির্দেশ অমান্য করে এনামুল করিম অটল প্রার্থীতা প্রত্যাহার না করে নির্বাচনী প্রচারণা অব্যাহত রেখেছেন।

উল্লেখ্য, আজ শনিবার বাসাইল পৌরসভার ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ নির্বাচনে মেয়র পদে তিন জন প্রতিন্দ্বিতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগ প্রার্থী মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, বিএনপির (বহিষ্কৃত) এনামুল করিম অটল ও কৃষক শ্রমিক জনতালীগের রাহাত হাসান টিপু। আওয়ামী লীগ, বিএনপি ও কৃষকশ্রমিক জনতালীগের তিন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করছেন নির্বাচন বিশ্লেষকরা। একুশে টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়