শিরোনাম
◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

প্রকাশিত : ৩০ জুন, ২০১৮, ০৩:৪৬ রাত
আপডেট : ৩০ জুন, ২০১৮, ০৩:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্রান্সের সাথে দেখা মানেই ফাইনালে আর্জেন্টিনা!

রাশিয়ার বিশ্বকাপের গ্রুপপর্বের খেলা শেষ। এবার পালা শেষ ষোলর। আটটি গ্রুপ থেকে দুইটি করে দল খেলবে এই গ্রুপে। মূলত এবারই শুরু আসল বিশ্বকাপের। এ পর্বে জিতলে মিলবে পরবর্তী পর্বের টিকেট, আর হারলে জুটবে বাড়ি ফেরার টিকেট। শনিবার এই পর্বের প্রথম খেলায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স। কাজানে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। এর আগে বিশ্বকাপে দুই দল মুখোমুখি হয়েছে দুইবার। দুইবারই টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। এর মধ্যে একবার হয়েছিল চ্যাম্পিয়ন।

এবারের বিশ্বকাপে ফ্রান্স পড়েছিল ‘সি’ গ্রুপে, আর আর্জেন্টিনা ‘ডি’ গ্রুপে। দুই ম্যাচে জয় ও একটি ড্র নিয়ে গ্রুপচ্যাম্পিয়ন হয়েই নক আউট পর্বে উঠেছে ফরাসিরা। অন্যদিকে প্রথম ম্যাচে ড্র, দ্বিতীয় ম্যাচে হার ও শেষ ম্যাচে জয় নিয়ে গ্রুপ রানার্স আপ হয় আর্জেন্টিনা।

সব মিলিয়ে ১১ বার মুখোমুখি হয়েছে ফ্রান্স ও আর্জেন্টিনা। সেখানে আর্জেন্টিনার জয়ের পাল্লাই ভারী। লাতিন দলটি জিতেছে ৬ বার, হেরেছে ২ বার। আর ম্যাচ ড্র হয়েছে ৩বার। বিশ্বকাপে দুই দলের প্রথম দেখা হয়েছিল ১৯৩০ সালে। অর্থাৎ বিশ্বকাপের প্রথম আসরেই মুখোমুখি হয়েছিল দুই দল। আর দ্বিতীয় ও শেষবার দেখা হয়েছিল ১৯৭৮ এর আর্জেন্টিনা বিশ্বকাপে। বাকি ম্যাচগুলো ছিল আন্তর্জাতিক প্রীতি ম্যাচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়