শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ৩০ জুন, ২০১৮, ০৩:০৬ রাত
আপডেট : ৩০ জুন, ২০১৮, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দর্শকের জনপ্রিয়তা পেয়ে শাহ্নুর হয়েছি : শাহ্নুর

রাশিদুল ইসলাম মাহিন : ঈদ উপলক্ষে দর্শকদের জন্য কি করেছেন ?

ঈদ উপলক্ষে কয়েকটি নাটক আমি করেছি। ঈদের আগের দিন পর্যন্ত শুটিং এ ব্যস্ত ছিলাম। ঈদের উপলক্ষে কয়েকটি নাটক রয়েছে ‘সংসার’। সংসার নাটকের গল্টটি আমি নিজের লেখা ও এ নাটকের আমি নিজেই ডিরেকশন দিয়েছি। এ নাটকটিতে অভিনয় করছেন নির্জন আজাদ, আমি, সাব্বীর হোসেন, কেয়া, আরো অনেকে। এ ছাড়া আরো কয়েকটি নাটকে অভিনয় করেছি সেখানেও নায়িকার হিসাবে অভিনয় করেছি সেখানে ও নায়ক হিসাবে অভিনয় করেছেন নির্জর আজাদ।

মা দিবস উপলক্ষে দর্শকদেরকে কি উপহার দিয়েছেন?

আগের আরেকটি নাটক ‘ভাগ’। এ নাটকে অভিনয় করেছিলেন আমি নির্জর আজাদ, দিলারা জামান, সাব্বীর হোসেন। আরেকটি, এ শহরে থাকা হল না, এ নাটকে অভিনয় করছেন আমি মেহেজাবিন, জোবাহান রায়হান আরো অনেকে।

এ পর্যন্ত মোট কতটি নাটক করেছেন ?

৩ শ উপরে নাটক করেছি, সব নাটক গুলো অনএয়ার হয়ে গিয়েছে।

নতুন করে দর্শকদের জন্য কি করছেন?

নতুন ২ টি নাটকের কাজ করব সে দুটি নাটকের স্ক্রীপ্ট তৈরি হয়ে গিয়েছে। এখন কিছুদিনের মধ্য শুটিং শুরু করব। এছাড়া বর্তমানে ৫ টি সিনেমার কাজ চলছে। এ সিনেমাগুলো দেখলে দর্শকদের অবশ্যই ভাল লাগবে। এ ছাড়া আরো একটি সিনেমার করার জন্য চক্তি বদ্ধ হয়েছি। আমি সব সময় চাই দর্শকদেরকে ভালকিছু তাদেরকে উপহার দিতে চাই।

আপনার প্রথম সিনেমা কি ?

আমার প্রথম সিনেমা ‘জিদ্দি সন্তান’। এ সিনেমা থেকে আমার সিনেমার পদার্পণ করা। সেদিনের  সিনেমার সুটিং এর প্রথম দিনের পথম কথা আমার আজীবন মনে থাকবে। প্রথম দিনটি দুঃখ কষ্ট সব কিছু মিলিয়ে ছিল ।

এ পর্যন্ত কতটি সিনেমা করেছেন ?

এ পর্যন্ত মোট ৫১ টি সিনেমা করেছি। প্রত্যেকটি সিনেমা দর্শকের কাছে জনপ্রিয় হয়েছে। এ জনপ্রিয়তা হয়ে আজ আমি দর্শকের কাছে শাহ্নুর হয়েছি। এ শাহ্নুর হয়ে এদেশের দর্শকের কাছ থেকে অনেক ভালবাসা পেয়েছি। আর তাদের ভালবাসা পেয়ে আমি বেচেঁ থাকতে চাই। এবং বাংলাদেশের প্রায় সব হলগুলো চলেছে। প্রত্যেকটি সিনেমাতে অনেক দর্শকের ভালবাসা। এ সিনেমা অভিনয় করে দর্শকের কাছ থেকে অনেক ভালবাসা পেয়েছি। এমন ভালবাসা আমি কাছ থেকে চাই।

নাটক এবং সিনেমাতে কোন অভিনয় বেশি পছন্দ করেন?

আমি সিনেমা এবং নাটক দুটোতেই অভিনয় করতে ভাল লাগে। আমাদের সমাজে কিছু মানুষেরা তারা বাংলা সিনেমা বেশি পছন্দ করেণ এবং তারা প্রতিসপ্তাহে সিনেমা দেখেন। এবং কিছু মানুষেরা বাংলাদেশের নাটক পছন্দ করে। সুতরাং আমি কোন দর্শকদের মিছ করতে চাই না। আমি চাই সব দর্শকেরা আমার হলের পর্দায় দেখতে পারবে। বাকী দর্শকেরা ঘরে টেলিভিশনে দেখতে পারবে। আমি ফিল্ম এসে আমি শাহ্নুর হয়েছি। আমার পরিবারে নাম মৌসুমি। এই ফিল্মই আমার নাম দিয়েছে শাহ্নুর। এই ফিল্মের প্রতি আমার অনেক ভালবাসা রয়েছে। এখন ফিল্মের পাশাপাশি নাটক করছি এখন নাটকের প্রতি আমার অনেক ভালবাসা রয়েছে। আমি সবার ভালবাসা পেতে চাই।

অবসর সময়ে কি করেন ?

আমি অবসর সময়ে প্রচুর পরিমানে মুভি দেখি, গান শুনি। এবং অনেক জ্ঞানি ব্যক্তিবর্গের আত্মজীবনী পড়ি। এছাড়া বড় কাজ হচ্ছে, বুদ্ধি প্রতিবন্দি  শিশুদেরকে নিয়ে কাজ করছি, পথশিশুদেরকে নিয়ে কাজ করছি, কিডনি ফাউন্ডেশন নিয়ে কাজ করছি। ভেজাল বিরোধী আন্দোলন ও মাদক বিরোধী আন্দোলন নিয়ে কাজ করি।

পরিচিতি : চিত্রনায়িকা/সম্পাদনা: মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়