শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ৩০ জুন, ২০১৮, ০৮:৩৫ সকাল
আপডেট : ৩০ জুন, ২০১৮, ০৮:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যথা ছাড়াই হবে ফুটফুটে শিশুর জন্ম!

নিজস্ব প্রতিবেদক :  ঢাকা পেইন ম্যানেজমেন্ট সেন্টারের লেবার এনালজেসিয়া সার্ভিসের পথযাত্রা শুরু হল। এ সার্ভিসের মাধ্যমে ব্যথামুক্ত নরমাল ডেলিভারি করিয়ে ফুটফুটে শিশুর মা হয়েছেন একজন ডাক্তার নিজেই।

বৃহস্পতিবার ঢাকা পেইন সেন্টার টিমের উপস্থিতিতে ও সার্বিক তত্ত্বাবধানে সেন্ট্রাল হাসপাতালের লেবার ইউনিটে প্রদান করা হয়েছে। খবর  বার্তা২৪’র।

এ সম্পর্কে ঢাকা পেইন ম্যানেজমেন্ট সেন্টারের মহাপরিচালক অধ্যাপক আখতারুজ্জামান বলেন, বাংলাদেশের ডাক্তারদের অনেক বদনাম .....যেমন, তারা প্রয়োজন ছাড়াই শুধু শুধু সীজার অপারেশন করেন, দেশে এখন নরমাল ডেলিভারি অনেক কমে গিয়েছে, চারদিকে শুধু সীজার আর সীজার!

অথচ এই ডাক্তার সাহেবা কে দেখুন! নিজের ডেলিভারির সময় উনি খুবই ডিটারমাইন্ড ছিলেন নরমাল ডেলিভারির ব্যাপারে। এপিডুরাল ব্লকের মাধ্যমে প্রায় ব্যথাহীন নরমাল ডেলিভারির মাধ্যমে একটা ফুটফুটে বাবুর জন্ম দিয়েছেন উনি।

তিনি বলেন, অনেকেই প্রসবকালীন ব্যথাকে খুবই আন্ডারএস্টিমেট করে থাকেন। উনাদের যুক্তি হলো হাজার বছর ধরে মেয়েরা প্রসব ব্যথা সহ্য করতে পারলে এখন পারবেনা কেন! ব্যথার ভয়েই মূলত অনেক অনেক সীজার হচ্ছে ইদানীং।

শারীরিক ব্যথাকে এত তুচ্ছ ভাবার কারণ নেই। নিজের শরীরে একটু কেটে গেলে বোঝা যায় কেমন ব্যথা। তাছাড়া ব্যথার অন্য অনেক ক্ষতিকর দিক আছে। মা যতক্ষণ তীব্র ব্যথার ভেতরে থাকেন তখন তীব্র শারীরিক কষ্ট ছাড়াও শরীর থেকে ক্রমাগত বিভিন্ন স্ট্রেস হরমোন নির্গত হতে থাকে। এইসব স্ট্রেস হরমোন যত বেশি পরিমাণে এবং যত বেশি সময় ধরে নির্গত হবে ক্ষতি হবে ততো বেশি।

স্ট্রেস হরমোন শরীরের রেসপিরেটরি /কার্ডিওভাস্কুলার /রেনাল /হেমাটলজিকাল প্রত্যেকটা সিস্টেমের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। আর মায়ের তীব্র শারীরিক কষ্টতো আছেই।

অধ্যাপক আখতারুজ্জামান বলেন, সবচেয়ে বড় কথা প্রাকৃতিকভাবে স্বাভাবিক প্রসবের জন্য ব্যথা কোন জরুরি (Essential ) বিষয় না। ব্যথা কমিয়ে রেখেই একেবারে স্বাভাবিক প্রসব সম্ভব।

আসুন ,শুধুমাত্র ব্যথার ভয়ে সীজারিয়ান অপারেশন কে "না" বলি। ব্যথামুক্ত স্বাভাবিক প্রসব কে "হ্যাঁ " বলি।

ঢাকা পেইন ম্যানেজমেন্ট সেন্টার সমন্বিত টিম এর মাধ্যমে এই ব্যথাবিহীন নরমাল ডেলিভারি সার্ভিস প্রদান শুরু করছে।

প্রাথমিক অবস্থায় এর খরচ ধরা হয়েছে ১০০০০ হাজার টাকা, এর বাইরে রোগীকে হাসপাতাল, ড্রাগস, অবসটেট্রিসিয়ানের খরচ বহন করতে হবে।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন:

Dhaka Pain Management Centre; B-4, Rupayan Prime, House No 2, Road No 7,

Green Road, Dhanmondi R/A, Dhaka-1205, Bangladesh; phone: +৮৮০ ১৮ ১৫৭৫ ৪৩৪৫; +৮৮০ ১৭ ৮৫৮৫ ৩৬৩২; +৮৮০ ২৯ ৬১৪৫১১; Email: dpmc.bd.01@gmail.com

  • সর্বশেষ
  • জনপ্রিয়